দেবযানী-সুজয়ের নয়া উদ্দ্যোগ! বাংলার অলংকার হবে এই পুজোর ফ্যাশান ট্রেন্ড

Last Updated:

Debjani Sujoy Exhibition: সুজয় প্রসাদ চ্যাটার্জির স্পেশাল কালেকশনে থাকছে সেরামিক মাটি ও কাঠের গয়না

#কলকাতা: দূর্গা পুজোর ঠিক আগে অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় এবং শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় ফের হাজির তাঁদের এক্সিবিশন 'পরব' নিয়ে। দেবযানী চট্টোপাধ্যায়ের নিজের পোশাকের ব্র‍্যান্ড ওই-শে এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের গয়নাগাটির ব্র‍্যান্ড সুজয় প্রসাদ ফ্যাশন এক্সাসরিজের নতুন কালেকশন থাকছে এই পরবে। আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর গড়িয়াহাট মহানির্বান রোডের 'জুম টি-ও-গ্রাফি' রেস্তোরাঁয় হতে চলেছে পরবের এই এক্সিবিশনটি। এটি তাঁদের দ্বিতীয় বছর। প্রথম বছর এক্সিবিশনে চাঁদের হাট বসে গিয়েছিল।
অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় জানান যে, "পুজোর আগে পুজোর ফ্যাশন নিয়ে আবার পরবের সঙ্গে ফিরছি। দূর্গা পুজোকে মাথায় রেখেই নতুন কালেকশন গুলোকে তৈরি করা হয়েছে। ওই-শের এবারের বিশেষ আকর্ষন হিসেবে থাকছে ইউনিসেক্সুয়াল ধুতি, তসরের উপর কাট ওয়ার্ক করা শাড়ি। বিষ্ণুপুরী শাড়ির উপর ব্লক প্রিন্ট ও হ্যান্ড প্রিন্টের কাজ। এই কালেকশনের প্রত্যেকটির মধ্যে দিয়ে দূর্গাপুজোকে নিয়ে বাঙালির যে আবেগ, নস্টালজিয়া সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি সেই বিষয়গুলি আপনাদের ভীষণ ভালো লাগবে।"
advertisement
advertisement
সুজয় প্রসাদ চ্যাটার্জির গলাতেও শোনা গেল একই সুর। তাঁর গয়নার নতুন সম্ভার নিয়ে তৈরি তিনিও। এইবারে তাঁর স্পেশাল কালেকশনে থাকছে সেরামিক মাটি ও কাঠের গয়না।
advertisement
প্রসঙ্গত, গত বছর এই প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। এ ছাড়াও সেখানে বসেছিল চাঁদের হাট ৷ উপস্থিত ছিলেন সোহাগ সেন, অনসূয়া মজুমদার, শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), চন্দ্রাবলী রুদ্র পাল, দিব্যেন্দু বড়ুয়া, রাতাশ্রী দত্ত, রিচা শর্মা, দেবমাল্য চট্টোপাধ্যায়, সানি রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব । দু'দিন ব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে মানুষের বিপুল সাড়া পেয়ে আপ্লুত হয়েছিলেন দেবযানী ও সুজয় ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দেবযানী-সুজয়ের নয়া উদ্দ্যোগ! বাংলার অলংকার হবে এই পুজোর ফ্যাশান ট্রেন্ড
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement