Gossip: দুই কচিকে নিয়ে একেবারে নাজেহাল! সঙ্গে আয়া থাকাতেও কেন এই ন্যাকামি, রইল প্রমাণ
- Published by:Debalina Datta
Last Updated:
কেউ তাকে বিজনেস ক্লাসের জন্য ট্রোল করেছে, কেউ বা বাচ্চাদের সঙ্গে আয়া নিয়ে যাওয়ার জন্য ট্রোল করছে!
#পানাজি: গোয়ায় নিজের দুই কচিকে নিয়ে নিউইয়ার সেলিব্রেট করেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। দেবিনা তার দুই নবজাতক সন্তানকে নিয়ে প্রথমবার ফ্লাইটে বেড়াতে যাওয়ার জন্য উঠেছিলেন। ফ্লাইটে দুই সন্তানকে একসঙ্গে নিয়ে যাওয়ার পর দেবিনাকে নার্ভাস দেখাচ্ছিল। এতটাই টেনশনে ছিলেন মুম্বইয়ের সুন্দরী অভিনেত্রী যে একটি লাগেজও পড়ে যায়। তিনি তাঁর নিজের ভ্লগে নিজের ফ্লাইটে চাপা নিয়ে ঝামেলার নতুন ভিডিও শেয়ার করেছেন।
এই ভিডিওতে, তিনি বুঝিয়ে দিয়েছেন যে ফ্লাইটে প্রথমবার দুই সন্তানের সঙ্গে ভ্রমণ করা তাঁর জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল। দেবিনার সমস্যা নিয়ে সমবেদনা জানানোর বদলে বেশ কিছু নেটিজেন তাঁর আদিখ্যেতা নিয়ে ট্রোল করেছেন নেটিজেনরা।
দেখে নিন ভিডিওতে ঠিক কী বলেন দেবিনা৷
advertisement
advertisement
২০২২ -এই দেবিনা ৭ মাসের ব্যবধানে দুটি সন্তানের জন্ম দেন। তাঁদের প্রথম সন্তান লিয়ানা এপ্রিলে জন্মেছে, আর দিবিশা নভেম্বরে জন্মেছে। দেবিনা এই প্রথমবার দুটি শিশুর সঙ্গে ভ্রমণ করেছিলেন এবং তাঁর অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন।
দেবিনা বন্দ্যোপাধ্যায় জানান, টেকঅফ এবং ল্যান্ডিংয়ের প্রবল শব্দ শিশুরা যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে। দেবিনার সঙ্গে তা ঘটেনি। তাঁদের বাচ্চা দুটো মোটেও কাঁদেনি। দেবিনা বিজনেস ক্লাসে গোয়া বিমানবন্দরে পৌঁছায়।
advertisement
বিমানবন্দরে তাকে খুব খুশি দেখাচ্ছে, কারণ প্রথমবারের মতো তিনি উভয় সন্তানের সাথে সফলভাবে যাত্রা শেষ করেছেন। তিনি বলেছিলেন যে তার বাচ্চারা তাকে ফ্লাইটে বিরক্ত করেনি। যদিও ভোর ৫টায় ফ্লাইট ওঠার সময় তাদের সন্তানরা ফ্লাইটের আগে ঘুমায়নি। এ জন্য তিনি রাত ২টা থেকে জেগে ছিলেন। গোয়া বিমানবন্দরে পৌঁছে দেবিনা জানান, গুরমিত ভুল করেছে।
advertisement
আসলে, গুরমিত চৌধুরী বাড়িতে বাচ্চাদের একটি স্যুটকেস ফেলে রেখে চলে এসেছিলেন। এ জন্যে দেবিনাকে গুরমিতের ওপর একটু রেগে যেতেও দেখা গেছে।
এদিকে দেবিনা এই ভিডিও দেখার পর নেটিজেনরা তাঁকে ট্রোল করতে শুরু করে। কেউ তাকে বিজনেস ক্লাসের জন্য ট্রোল করেছে, কেউ বা বাচ্চাদের সঙ্গে আয়া নিয়ে যাওয়ার জন্য ট্রোল করছে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 09, 2023 1:03 PM IST