Gossip: দুই কচিকে নিয়ে একেবারে নাজেহাল! সঙ্গে আয়া থাকাতেও কেন এই ন্যাকামি, রইল প্রমাণ

Last Updated:

কেউ তাকে বিজনেস ক্লাসের জন্য ট্রোল করেছে, কেউ বা বাচ্চাদের  সঙ্গে আয়া নিয়ে যাওয়ার জন্য ট্রোল করছে!

debina bonnerjee travels with two babies first time in flight commits mistake got angry over husband gurmeet choudhry
debina bonnerjee travels with two babies first time in flight commits mistake got angry over husband gurmeet choudhry
#পানাজি: গোয়ায় নিজের দুই কচিকে নিয়ে নিউইয়ার সেলিব্রেট করেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। দেবিনা তার দুই নবজাতক সন্তানকে নিয়ে প্রথমবার ফ্লাইটে বেড়াতে যাওয়ার জন্য উঠেছিলেন। ফ্লাইটে দুই সন্তানকে একসঙ্গে নিয়ে যাওয়ার পর দেবিনাকে নার্ভাস দেখাচ্ছিল। এতটাই টেনশনে ছিলেন মুম্বইয়ের সুন্দরী অভিনেত্রী যে একটি লাগেজও পড়ে যায়। তিনি তাঁর নিজের ভ্লগে নিজের  ফ্লাইটে চাপা নিয়ে  ঝামেলার  নতুন ভিডিও শেয়ার  করেছেন।
এই ভিডিওতে, তিনি বুঝিয়ে দিয়েছেন  যে ফ্লাইটে প্রথমবার দুই সন্তানের সঙ্গে ভ্রমণ করা তাঁর জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল। দেবিনার সমস্যা নিয়ে সমবেদনা জানানোর বদলে বেশ কিছু নেটিজেন তাঁর আদিখ্যেতা নিয়ে ট্রোল করেছেন নেটিজেনরা।
দেখে নিন ভিডিওতে ঠিক কী বলেন দেবিনা৷
advertisement
advertisement
২০২২ -এই দেবিনা ৭ মাসের ব্যবধানে দুটি সন্তানের জন্ম দেন। তাঁদের প্রথম সন্তান লিয়ানা এপ্রিলে জন্মেছে, আর দিবিশা নভেম্বরে জন্মেছে। দেবিনা এই প্রথমবার দুটি শিশুর সঙ্গে ভ্রমণ করেছিলেন এবং তাঁর অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন।
দেবিনা বন্দ্যোপাধ্যায়  জানান, টেকঅফ এবং ল্যান্ডিংয়ের প্রবল শব্দ শিশুরা যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে। দেবিনার সঙ্গে তা ঘটেনি। তাঁদের বাচ্চা দুটো মোটেও কাঁদেনি।  দেবিনা বিজনেস ক্লাসে গোয়া বিমানবন্দরে পৌঁছায়।
advertisement
বিমানবন্দরে তাকে খুব খুশি দেখাচ্ছে, কারণ প্রথমবারের মতো তিনি উভয় সন্তানের সাথে সফলভাবে যাত্রা শেষ করেছেন। তিনি বলেছিলেন যে তার বাচ্চারা তাকে ফ্লাইটে বিরক্ত করেনি। যদিও ভোর ৫টায় ফ্লাইট ওঠার সময় তাদের সন্তানরা ফ্লাইটের আগে ঘুমায়নি। এ জন্য তিনি রাত ২টা থেকে জেগে ছিলেন। গোয়া বিমানবন্দরে পৌঁছে দেবিনা জানান, গুরমিত ভুল করেছে।
advertisement
আসলে, গুরমিত চৌধুরী বাড়িতে বাচ্চাদের একটি স্যুটকেস ফেলে রেখে চলে এসেছিলেন। এ জন্যে দেবিনাকে গুরমিতের ওপর একটু রেগে যেতেও দেখা গেছে।
এদিকে দেবিনা এই ভিডিও দেখার পর নেটিজেনরা তাঁকে ট্রোল করতে শুরু করে। কেউ তাকে বিজনেস ক্লাসের জন্য ট্রোল করেছে, কেউ বা বাচ্চাদের  সঙ্গে আয়া নিয়ে যাওয়ার জন্য ট্রোল করছে!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gossip: দুই কচিকে নিয়ে একেবারে নাজেহাল! সঙ্গে আয়া থাকাতেও কেন এই ন্যাকামি, রইল প্রমাণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement