সদ্যোজাত ছোট মেয়ের নাম কী রাখলেন, নামের অর্থ কী, জানালেন দেবিনা-গুরমিত

Last Updated:

Debina and Gurmeet second child: অনুরাগীরা তাঁদের এই পোস্ট দেখে উচ্ছ্বসিত

মুম্বই : অবশেষে তাঁদের ছোট মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধুরি৷ তারকা দম্পতি তাঁদের সদ্যোজাত সন্তানের নাম রেখেছেন দীবীশা৷ ছোট মেয়েকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন দেবিনা ও গুরমিত৷ সেখান থেকেই তাঁরা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন৷ ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতে ছোট মেয়েকে আদর করছেন তারকা জুটি৷ সেই ছবির ক্যাপশনেই জানানো হয়েছে ‘‘আমাদের ম্যাজিক্যাল সন্তানের নাম রেখেছি দীবীশা৷ এই নামের অর্থ সকল দেবীর প্রধান বা দেবী দুর্গা৷’’ জানা গিয়েছে দেবিনা ও গুরমিত গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন৷
অনুরাগীরা তাঁদের এই পোস্ট দেখে উচ্ছ্বসিত৷ দেবিনা ও গুরমিতের ছোট মেয়ের নাম জানতে পেরে নেটিজেনরা লিখেছেন ‘কী দারুণ নাম’৷ আর এক অনুরাগী লিখেছেন ‘দেবিনার দীবীশা সবথেকে মিষ্টি নাম৷’ আর এক ভক্তর কথায় দীবীশা আসলে দেবী দুর্গারই আশীর্বাদ৷ আরও এক বার অভিনন্দনের স্রোতে ভেসে গিয়েছেন দেবিনা ও গুরমিত৷ প্রসঙ্গত তাঁদের প্রথম সন্তান তথা বড় মেয়ের নাম লিয়ান্না৷
advertisement
আরও পড়ুন :  ‘শ্রীমান পৃথ্বীরাজে’ তাঁর বদলে গাইলেন লতা মঙ্গেশকর, কিন্তু সুমিত্রার মনে কোনও তিক্ততা ছিল না
গত বছর দ্বিতীয় সন্তানের জন্ম দেন টেলিভিশন অভিনেত্রী দেবিনা৷ তিনি জানান তাঁর সদ্যোজাত সন্তান আকারে খুব ছোট ও স্পর্শকাতর৷ সেটা নিয়ে তিনি খুব উদ্বিগ্ন ছিলেন বলেও জানান অভিনেত্রী৷ তিনি এও জানান যে সদ্যোজাত কন্যাসন্তানকে স্পর্শ করার অনুমতি তিনি কাউকে দিচ্ছেন না৷ নাতনিকে মালিশ করে দিচ্ছেন শুধুই তার দিদিমা৷ তাঁর কথায় ‘‘আমি এমনকি অন্য কাউকে মালিশ করার অনুমতিও দিচ্ছি না৷ ও আকারে খুব, খুব ছোট্ট৷ আমার মা নাতনিকে মালিশ করে দিচ্ছেন৷ আমরা ওকে নিয়ে চূড়ান্ত সাবধানী৷ ও খুব ছোট্ট৷ মাঝে মাঝে তো ওকে কারওর কোলে দিতেও আমার খুব ভয় হয়৷ কারণ ও খুব ছোট ও স্পর্শকাতর৷ আমার ভয় হয় যে কিছু হয়ে না যায়৷’’
advertisement
advertisement
অভিনেতা গুরমিত চৌধুরিকে গত ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি বিয়ে করেন দেবিনা৷ তাঁদের প্রথম সন্তানের জন্ম হয় ১১ বছর পর, ২০২২ সালের ৩ এপ্রিল৷ তার কয়েক মাস পরই গত ১১ নভেম্বর দ্বিতীয় কন্যার জন্ম দেন দেবিনা৷ তাঁর ছোট মেয়ে এখন ভাল আছে বলে জানান তিনি৷ বলেছেন ‘‘ও খুব ঘুমোয়৷ ঘুম থেকে উঠে দুধ খায়, আবার ঘুমোয়৷ একদিন পর পরই তাকে হাসপাতালে যেতে হয় চেকআপের জন্য৷ ’’ সংযোজন দ্বিতীয় বার মাতৃত্বের স্বাদ পাওয়া অভিনেত্রী দেবিনা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সদ্যোজাত ছোট মেয়ের নাম কী রাখলেন, নামের অর্থ কী, জানালেন দেবিনা-গুরমিত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement