'মনসা' কি পারবে মর্ত্যলোকে দেবীত্ব লাভ করতে ! চোখ রাখুন 'মনসা' ধারাবাহিকের কিছু এক্সপ্রেস এপিসোডে

Last Updated:

ইতিমধ্যেই মনসা বাংলা টেলিভিশনে ঝড় তুলেছে ৷ দৈনিক জনপ্রিয়তায় তৈরি করেছে এক নিজস্বতা ৷ প্রতিদিন সন্ধেয় মনসা ধারাবাহিক নতুন নতুন আকর্ষণ নিয়ে দর্শকদের সামনে পৌঁছয় নতুন ভাবে ৷

#কলকাতা: ইতিমধ্যেই মনসা বাংলা টেলিভিশনে ঝড় তুলেছে ৷ দৈনিক জনপ্রিয়তায় তৈরি করেছে এক নিজস্বতা ৷ প্রতিদিন সন্ধেয় মনসা ধারাবাহিক নতুন নতুন আকর্ষণ নিয়ে দর্শকদের সামনে পৌঁছয় নতুন ভাবে ৷ সেই নতুনত্বের রেশ বজায় রেখেই এই এক সপ্তাহ জুড়ে কিছু এক্সপ্রেস এপিসোড আপনারা দেখতে চলেছেন ৷
শিবের মানসকন্যা মনসাকে দেবরাজ ইন্দ্র খুব খারাপ ভাবে অপমান করেছেন ৷ এরই মাঝে দেবী চণ্ডী মনসাকে মর্ত্যলোকে যাওয়ার আদেশ দিয়েছেন, লক্ষ মর্ত্য়লোকে দেবীত্ব অর্জন ৷ এরপরেই মনসা নেতিকে নিয়ে চম্পকনগরীতে এসে পৌঁছন ৷
মনসা চম্পকনগরীতে এসে দেখেছিলেন চারিদিকে সাপের উপদ্রবে মানুষের মৃত্যু হতে থাকে ব্যাপক ভাবে ৷ তক্ষক নাগের এমন বন্ধুরাই কাজ করছে জানতে পেরেছেন মনসা ৷ মনসা কি পারবে চম্পকনগরীকে সাপের প্রকোপ থেকে বাঁচাতে ? পারবে কি তাঁর মর্ত্যলোকে দেবীত্ব লাভ করতে ? কতখানি মসৃণ হবে তাঁর এই যাত্রপথ ?
advertisement
advertisement
জানতে হলে দেখতেই হবে সপ্তাহ জুড়ে কিছু সুপার এপিসোড ৷ চোখ রাখুন প্রতিদিন সন্ধে ৭টায় কালার্স বাংলার পর্দায় ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'মনসা' কি পারবে মর্ত্যলোকে দেবীত্ব লাভ করতে ! চোখ রাখুন 'মনসা' ধারাবাহিকের কিছু এক্সপ্রেস এপিসোডে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement