Vishwakarma Puja Tollywood : ‘চার অবতার’ মিলে বিশ্বকর্মা পুজো পালন, প্রসেনজিৎ ওড়ালেন ঘুড়ি, লাটাই হাতে জয়া-সৃজিত
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Vishwakarma Puja Tollywood : দশম অবতারের ‘প্রবীর রায়চৌধুরী’ ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ বাকি তিন প্রধান চরিত্রের লুক প্রকাশ্যে এসেছে এর আগেই। তারই মাঝে প্রকাশ পেল নয়া ভিডিও। ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতেছেন এই ছবির কলাকুশলীরা।
কলকাতা: পুজো আসছে। তার মানেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবি আসছে। প্রায় প্রতি পুজোতে একটি ছবি উপহার দেন টলিউড পরিচালক। এবারে একেবারে দশ-দশটি অবতার নিয়ে হাজির হচ্ছেন।
দশম অবতারের ‘প্রবীর রায়চৌধুরী’ ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ বাকি তিন প্রধান চরিত্রের লুক প্রকাশ্যে এসেছে এর আগেই। তারই মাঝে প্রকাশ পেল নয়া ভিডিও। ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতেছেন এই ছবির কলাকুশলীরা।
advertisement
সৃজিত এবং প্রসেনজিৎ ছাড়াও শহরের নামজাদা এক রেস্তরাঁর ছাদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানোয় মাতলেন অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসান। নানা রঙের ঘুড়ি ওড়ানোর চেষ্টা করলেন বুম্বাদা। কখনও জয়া ধরলেন লাটাই, কখনও আবার পরিচালক নিজেই। প্রসেনজিৎ সেই ভিডিওটি পোস্ট করে লিখলেন, ‘আরও একবার সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। আশা করি দিনটা সকলের খুব ভাল কাটছে।’
advertisement
advertisement
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনির্বাণ, জয়া এবং প্রসেনজিৎ জানিয়েছেন, তাঁরা ঘুড়ি ওড়ানোয় পারদর্শী নন মোটেই। কিন্তু চলতি বছর বিশ্বকর্মা পুজোতে একা না, ত্রয়ীর মিলিত চেষ্টায় উড়ল ঘুড়ি। সফল হলেন তাঁরা। একইভাবে তাঁদের আগামী ছবিও যেন সফল হয় বক্স অফিসে, সেই আশায় রয়েছেন সকলে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 7:37 PM IST