মা সুমিত্রা সেনকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য মেয়ে শ্রাবণীর, শহরে অনুষ্ঠিত হতে চলেছে অভিনব অনুষ্ঠান
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
মঞ্চে লাইভ নৃত্যনাট্য শ্যামা, সুমিত্রা সেনের স্মরণে শ্রাবনী সেন মিউজিক অ্যাকাডেমির বিশেষ নিবেদন শহরে।শ্রাবণী সেন মিউজিক অ্যাকাডেমির পথ চলা এ বছর দশে পা দিল।
মঞ্চে লাইভ নৃত্যনাট্য শ্যামা, সুমিত্রা সেনের স্মরণে শ্রাবনী সেন মিউজিক অ্যাকাডেমির বিশেষ নিবেদন শহরে। শ্রাবণী সেন মিউজিকঅ্যাকাডেমির পথ চলা এ বছর দশে পা দিল। রবীন্দ্রনাথের গানের প্রচার, প্রসারে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ায় ব্রতী এই সংস্থা। এই কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছেন রবীন্দ্র সংগীত শিল্পী শ্রাবণী সেন। আগামী ৪ নভেম্বর শহরে শুরু হবে সংস্থার বার্ষিক অনুষ্ঠান।
‘গানে তোমার পরশখানি,’ এই শীর্ষক অনুষ্ঠান বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সুমিত্রা সেনের স্মৃতিতে উৎসর্গীকৃত। দুই বোন ইন্দ্রানী আর শ্রাবনীর জীবনে আজীবন তাঁদের মা সুমিত্রা সেনের অবদান অনস্বীকার্য। রবীন্দ্রনাথের গানেও সুমিত্রা সেন এক উজ্জ্বল নাম। নিজস্বতায় রবীন্দ্রনাথের গানকে আশ্রয় করেই আজীবন কাটিয়েছেন। শ্রাবণীর পথ চলাও অনেকটা তাঁর মায়ের মতো। শুধুমাত্র রবীন্দ্রনাথের গানকে কেন্দ্র করেই পথ চলা, মিউজিক অ্যাকাডেমি তৈরি, রবীন্দ্রনাথের গানের নতুন প্রজন্ম তৈরি করার কাজে ব্রতী শ্রাবণী সেন। সংস্থার শাখা কলকাতা এবং শহরের বাইরেও বিস্তার লাভ করেছে।
advertisement
advertisement
এ দিনের অনুষ্ঠানের দুটি অংশ। প্রথমার্ধে, সুমিত্রা সেনের বেসিক ডিস্কে এবং ছায়াছবিতে গাওয়া রবীন্দ্রনাথের গানের মধ্যে থেকে নির্বাচিত গান পরিবেশন করবেন শ্রাবণী সেন মিউজিক অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা, এমন বেশ কিছু রবীন্দ্রনাথের গান যা সুমিত্রা সেনের কন্ঠে জনপ্রিয় হয়েছিল।পরের অংশে থাকছে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য শ্যামা। এক সময় গ্রামোফোন রেকর্ডে প্রকাশিত শ্যামা নৃত্যনাট্যে এক সখীর গান করেছিলেন সুমিত্রা সেন। পরিচালনা করেছিলেন সন্তোষ সেনগুপ্ত। শ্যামার গান করেছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়, বজ্রসেন হেমন্ত মুখোপাধ্যায়। এইবার শ্যামার গান করবেন শ্রাবণী সেন, বজ্রসেন প্রমিত সেন। নৃত্যে থাকছেন শ্যামার ভূমিকায় আলোকপর্ণা গুহ, বজ্রসেন অর্কদেব ভট্টাচার্য। অন্যান্য গানে অ্যাকাডেমির প্রশিক্ষক বৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় শ্রাবণী সেন।
advertisement
শিল্পী জানালেন, “এই বছর আমাদের মিউজিক অ্যাকাডেমি দশ বছরে পদার্পণ করল। মাকে শ্রদ্ধা জানিয়ে এই সম্পূর্ণ আয়োজন। মা আমাদের অনেক অনুষ্ঠানে এসেছিলেন। আজ মা শারীরিকভাবে নেই। কিন্তু ওঁনার আশীর্বাদ আমাদের একান্ত কাম্য। মোট সাড়ে পাঁচশোর বেশি ছাত্র -ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, সঙ্গে থাকবে সব প্রশিক্ষক, বাদ্যযন্ত্রীরা।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2023 9:08 PM IST