Allu Arjun: চরম বিপাকে অল্লু অর্জুন! 'পুষ্পা ২' মুক্তির আগেই পুলিশে দায়ের হল অভিযোগ, কী করলেন সুপারস্টার?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Allu Arjun: 'পুষ্পা ২' ছবি মুক্তির আগেই চরম বিপাকে পড়লেন দক্ষিণী অভিনেতা৷ সুপারস্টার অল্লু অর্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে৷
মুম্বই: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ আগামী বৃহস্পতিবারই মুক্তি পাবে সুপারস্টার অল্লুর ছবি ‘পুষ্পা ২’৷ ‘পুষ্পা’ পর ইতিমধ্যেই এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে৷ এবার ছবি মুক্তির আগেই চরম বিপাকে পড়লেন দক্ষিণী অভিনেতা৷ সুপারস্টার অল্লু অর্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে৷
কী এমন করলেন অভিনেতা? তা নিয়ে উঠছে প্রশ্ন? সম্প্রতি মুম্বইয়ে ছবির প্রচারে গিয়ে অল্লু তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন, আমার কোনও অনুরাগী নেই৷ আমার একটা সেনা আছে৷ আমি আমার অনুরাগীদের ভালবাসি৷ তাঁরা আমার পরিবারেরই মতো৷ তাঁরা ঠিক আর্মি সেনার মতো আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন৷ এই মন্তব্যকে কেন্দ্র করেই অভিনেতাকে নিয়ে সমস্যা শুরু হয়েছে৷
advertisement
advertisement
জানা গিয়েছে, অল্লু অনুরাগীদের দেশের আর্মিদের সঙ্গে তুলনা টানতেই বিতর্কের সূত্রপাত৷ হায়দরাবাদের এক ব্যক্তি জহর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন৷ এবং তাঁর অনুরাগীদের আর্মি সম্বোধন করতে নিষেধ করে দিয়েছেন৷ তিনি বলেছেন, সেনারা আমাদের দেশকে সম্মান করেন৷ তাই আপনি আপনার অনুরাগীদের কোনওভাবেই এই নামে ডাকতে পারেন না৷ এটি ছাড়াও অনেক কিছু বিশেষণ রয়েছে, যা আপনি বলতে পারেন৷ পুরো ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে৷
advertisement
শনিবার থেকেই অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়ে গেছে অল্লুর ‘পুষ্পা ২’ ছবির৷ তবে অভিযোগ দায়ের পর থেকে এখনও পর্যন্ত অল্লুর দিক থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে আগামী দিনে কী করেন অভিনেতা, এখন সেটাই দেখার৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 1:44 PM IST