Shah Rukh Khan Injured: গুরুতর আহত শাহরুখ খান, 'ভাই'-এর জন্য চিন্তায় মমতা, খবর পেতেই যা বললেন মুখ্যমন্ত্রী...

Last Updated:

Shah Rukh Khan Injured: শাহরুখের চোটের খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিনেতা শারীরিক অসুস্থতার খবর পেয়েই এক্স হ্যান্ডেলে দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দোপাধ্যায়৷

News18
News18
কলকাতা: বিনোদন জগতে ফের মন খারাপের খবর৷ শ্যুটিংয়ের সময় গুরুতর আহত শাহরুখ খান। মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন কিং খান। কীভাবে চোট লাগল শাহরুখের তা নিয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
শাহরুখের চোটের খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিনেতা শারীরিক অসুস্থতার খবর পেয়েই এক্স হ্যান্ডেলে দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দোপাধ্যায়৷
advertisement
মমতা বন্দোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন- ‘শুটিংয়ের সময় আমার ভাই শাহরুখ খানের পেশীতে আঘাতের খবর আমাকে চিন্তিত করে তুলেছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
advertisement
সূত্রের খবর, চিকিৎসার জন্য ইতিমধ্যেই আমেরিকা উড়ে গিয়েছেন শাহরুখ।শাহরুখ খানের অ্যাকশন-প্যাকড থ্রিলার ‘কিং’ ২০২৬ সালের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলির মধ্যে যে অন্যতম হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। চলতি বছরের মে মাসে সিনেমার শুটিং শুরু হয়েছে। শাহরুখের ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সূত্রের খবর, ‘চোট তেমন গুরুতর নয়, পেশিতে টান পড়েছে শাহরুখ খানের।’
advertisement
উল্লেখ্য, এই প্রথমবার নয়, অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় এর আগেও একাধিকবার আঘাত পেয়েছেন কিং খান। সূত্রের খবর, অভিনেতার টিম বিদেশে সতর্কতামূলক পরিষেবা বেছে নিয়েছিল, যাতে তিনি সবচেয়ে ভাল চিকিৎসা পান। আরও জানা গিয়েছে চিকিৎসকরা শাহরুখকে কমপক্ষে এক মাসের জন্য সম্পূর্ণ বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে । যার কারণে ছবিটির শ্যুটিং শিডিউল স্থগিত করা হয়েছে। ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো এবং ওয়াইআরএফ স্টুডিওর মতো লোকেশনগুলি প্রাথমিকভাবে জুলাই এবং অগাস্টে বুকিং করা হয়েছিল, তবে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বুকিং বাতিল করা হয়েছে। পরবর্তীতে বলিউডের বাদশা সুস্থ হলে সেপ্টেম্বর বা অক্টোবরে ফের শ্যুটিংয়ের কাজ শুরু হতে পারে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan Injured: গুরুতর আহত শাহরুখ খান, 'ভাই'-এর জন্য চিন্তায় মমতা, খবর পেতেই যা বললেন মুখ্যমন্ত্রী...
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement