বলিউডের ইন্দ্রপতন! ঋষি কাপুরের মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
ঋষি কাপুর দীর্ঘদিনই ক্যানসারে ভুগছিলেন। গত বছরই সেপ্টেম্বর মাসে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা সেরে ফেরেন।
#কলকাতা: বুধবার সকালে মৃত্যু হল বলিউড অভিনেতা ঋষি কাপুরের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ফিলম দুনিয়া। শোকবার্তা জ্ঞাপন করছেন রাজনৈতিক নেতারাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গভীর শোকপ্রকাশ করেছেন বলিউড কিংবদন্তির প্রয়াণে।
Deeply shocked & saddened at the demise of the iconic & versatile film actor #RishiKapoor. A National Film Award winner, he acted in more than than 150 films. He endured his illness with dignity and grace. My condolences to his family, friends, fans & the entire film fraternity.
— Mamata Banerjee (@MamataOfficial) April 30, 2020
advertisement
advertisement
বৃহস্পতিবার ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণে আমি মর্মাহত। ঋষি কাপুর দেড়শোর বেশি ছবিতে অভিনয় করেন। রোগের সঙ্গে অত্যন্ত মরিয়া ভাবে লড়ছিলেন তিনি। আমি তাঁর পরিবার, বন্ধু ও ভ ক্তদের উদ্দেশ্যে সমবেদনা জানাই।
ঋষি কাপুর দীর্ঘদিনই ক্যানসারে ভুগছিলেন। গত বছরই সেপ্টেম্বর মাসে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা সেরে ফেরেন। সম্প্রতি দিল্লিতে শুটিং চলাকালে দূষণজনিত কারণে ঋষি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দিল্লিতে প্রাথমিক চিকিৎসা করা হলেও তড়িঘড়ি মুম্বই ফিরিয়ে নিয়ে আসা হয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2020 10:49 AM IST

