Prabha Atre Passed Away: সঙ্গীত জগতে ফের দুঃসংবাদ! ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত, চলে গেলেন শিল্পী প্রভা আত্রে

Last Updated:

Prabha Atre Passed Away: পদী কণ্ঠশিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সুরকার এবং লেখিকা হিসেবেও সুখ্যাতি ছিল প্রভা আত্রের। বিজ্ঞান এবং আইনে স্নাতক পাশ করেছেন। সঙ্গীতেও তাঁর ডক্টরেট ছিল।

প্রয়াত প্রভা আত্রে
প্রয়াত প্রভা আত্রে
পুণে: রাশিক খানের মৃত্যুর পর চলে গেলেন আরও এক শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। শনিবার ভোরে প্রয়াত হলেন ড. প্রভা আত্রে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। পুণেতে তাঁর বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
প্রভা আত্রে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানায় গান গাইতেন। ভারত সরকারের তরফে মোট তিনটি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।
advertisement
সূত্রের খবর, ‘‘আত্রে তাঁর বাসভবনে ঘুমের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। তাঁকে শহরের কোথরুদ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে সকাল ৫:৩০টায় মৃত ঘোষণা করা হয়।’’
advertisement
যেহেতু আত্রের পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য বিদেশে থাকেন, তাঁরা পুণে পৌঁছনোর পর তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সূত্র।
১৯৩২ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম প্রভা আত্রের। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। ধ্রুপদী কণ্ঠশিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সুরকার এবং লেখিকা হিসেবেও সুখ্যাতি ছিল প্রভা আত্রের। বিজ্ঞান এবং আইনে স্নাতক পাশ করেছেন। সঙ্গীতেও তাঁর ডক্টরেট ছিল।
advertisement
২০২২ সালের জানুয়ারিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন। এর আগে তিনি ১৯৯০ সালে পদ্মশ্রী পুরস্কার এবং ২০২২ সালে পদ্মভূষণেও ভূষিত হয়েছিলেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prabha Atre Passed Away: সঙ্গীত জগতে ফের দুঃসংবাদ! ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত, চলে গেলেন শিল্পী প্রভা আত্রে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement