Chrisann Pereira : টয়লেটের জলে বানান কফি, কাপড় কাচার সাবানে চুল পরিষ্কার, জেলে নিদারুণ অভিজ্ঞতা বলিউড অভিনেত্রীর

Last Updated:

Chrisann Pereira : তাঁকে টয়লেটের জলে কফি বানিয়ে খেতে হয়েছে। চুল পরিষ্কার করার জন্য পাননি শ্যাম্পু

জেলবন্দি থাকার সময় তাঁর নিদারুণ অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ক্রিসান পেরেইরা
জেলবন্দি থাকার সময় তাঁর নিদারুণ অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ক্রিসান পেরেইরা
মুম্বই : জেলবন্দি থাকার সময় তাঁর নিদারুণ অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ক্রিসান পেরেইরা। তাঁর ভাইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়। পরে অবশ্য সেটা ডিলিটও করে দেওয়া হয়। ‘সড়ক ২’ এবং ‘বাটলা হাউস’-এর এই অভিনেত্রী জানিয়েছেন তাঁকে টয়লেটের জলে কফি বানিয়ে খেতে হয়েছে। চুল পরিষ্কার করার জন্য পাননি শ্যাম্পু । তাই বাধ্য হয়ে তিনি কাপড় কাচার গুঁড়ো সাবান দিয়ে চুল পরিষ্কার করেন।
ক্রিসানের ভাই কেভিনের অ্যাকাউন্টে আপলোড করা হয় হাতে লেখা একটি নোট। সেখানে অভিনেত্রী লেখেন ‘‘জেলে কাগজ ও কলম পেতে আমার সময় লেগে গিয়েছে ৩ সপ্তাহ এবং ৫ দিন। চুল ধুয়েছি কাপড় কাচার গুঁড়ো সাবানে। টয়লেটের জলে বানিয়েছি কফি। আমি বলিউডের সিনেমা দেখি। চোখে জল চলে আসে এই ভেবে যে উচ্চাশাই আমাকে এখানে এনেছে।’’ পরে এই পোস্ট মুছে ফেলা হয়।
advertisement
মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরশাহীতে গ্রেফতার হন বলিউড অভিনেত্রী ক্রিসান পেরেইরা৷ বন্দি ছিলেন শারজা কেন্দ্রীয় সংশোধনাগারে৷ গত ১ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয় শারজা বিমানবন্দর থেকে৷ অভিযোগ, তাঁর কাছে একটি স্মারকের ভিতরে লুকিয়ে রাখা মাদক পাওয়া গিয়েছে৷ তবে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার দাবি, কুকুর সংক্রান্ত একটি ঘটনার জেরে প্রতিশোধ নিতে অভিনেত্রীকে ফাঁসানো হয়েছে৷
advertisement
advertisement
এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেফতার করা হয় দু’জনকে৷ তাঁদের মধ্যে অ্যান্থনি পল পেশায় বেকারি মালিক৷ দ্বিতীয় ধৃত রাজেশ ভোবাতে ব্যাঙ্ককর্মী৷ মুম্বই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক দীপক সাওয়ন্ত জানিয়েছেন ধৃত অ্যান্থনি শারজার টিকিট কেটে দিয়েছিলেন ক্রিসানের জন্য৷ কিন্তু ফেরার টিকিট হিসেবে যা দেওয়া হয়েছিল, সেটা নকল ছিল বলে অভিযোগ৷
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অ্যান্থনির বোন এবং ক্রিসান মুম্বইয়ের শহরতলি মীরা রোডে একই আবাসনের বাসিন্দা৷ তাঁর সঙ্গে কুকুর সংক্রান্ত ঘটনায় ক্রিসানের একাধিকবার ঝামেলা হয়েছে বলে জানা গিয়েছে৷ সেই বিবাদের জের এখনও মিলিয়ে যায়নি বলে দাবি মুম্বই পুলিশের৷ তদন্তে প্রকাশ, অ্যান্থনির মাধ্যমে ক্রিসানের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজেশ৷ নিজের পরিচয় দিয়েছিলেন ট্যালেন্ট কনসালট্যান্ট হিসেবে৷ তাঁর মাধ্যমেই একটি ওয়েব সিরিজের জন্য শারজায় অডিশন দেওয়ার প্রস্তাব পান ক্রিসান৷
advertisement
এখানেই শেষ নয়৷ অভিযুক্ত রাজেশই নাকি ক্রিসানকে একটি ট্রোফি বা স্মারক দিয়েছিলেন৷ বলেছিলেন ওটা অডিশন প্রপ৷ অর্থাৎ অডিশনের সময় অভিনয়ের অঙ্গ হিসেবে ওটা হাতে রাখতে হবে৷ অভিযোগ ওর ভিতরেই গাঁজা এবং পোস্ত দানা রাখা ছিল৷ এর আগে ডিজে ক্লেটন রডরিগেজ-সহ একাধিক জনকে এভাবেই মাদককাণ্ডে ফাঁসানোর অভিযোগ উঠেছে অ্যান্থনি ও রাজেশের বিরুদ্ধে৷
advertisement
বৃহস্পতিবার ক্রিসানের ভাই কেভিন ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। জানান ক্রিসান জেল থেকে মুক্তি পেয়েছেন। পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনি ভারতে ফিরবেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chrisann Pereira : টয়লেটের জলে বানান কফি, কাপড় কাচার সাবানে চুল পরিষ্কার, জেলে নিদারুণ অভিজ্ঞতা বলিউড অভিনেত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement