পরিচালকের ‘অশ্লীল’ মন্তব্য, ছবি ছাড়লেন চিত্রাঙ্গদা !

Last Updated:

পুরো কাণ্ডটা নিয়ে এখনও হতবাক অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং৷ ব্যাপারটা এখনও যেন ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি ৷ তবুও তাহরই মাঝে সবাইকে জানাচ্ছেন, ঠিক কী ঘটেছিল ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির শ্যুটিং ফ্লোরে ৷

#মুম্বই: পুরো কাণ্ডটা নিয়ে এখনও হতবাক অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং৷ ব্যাপারটা এখনও যেন ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি ৷ তবুও তাহরই মাঝে সবাইকে জানাচ্ছেন, ঠিক কী ঘটেছিল ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির শ্যুটিং ফ্লোরে ৷
চিত্রাঙ্গদার কথায়, ‘এরকম কোনও পরিচালক করতে পারেন বলে, ধারণা ছিল না ৷ কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব রকমের মানুষই রয়েছে ৷ তবে আমি প্রতিবাদ করতে বাধ্য হয়েছি ৷ আর আমার প্রতিবাদটা হল ছবি থেকে নিজেকে সরিয়ে নেওয়া ৷ ’
চিত্রাঙ্গদা নিজেই জানালেন পরিচালকের অশ্লীল মন্তব্যের কথা ৷ চিত্রাঙ্গদার কথায়, ‘কিছুদিন ধরে বাবুমশাই বন্দুকবাজ ছবির জন্য নওয়াজুদ্দিনের সঙ্গে আমার এক অন্তরঙ্গ দৃশ্য শ্যুট করা হচ্ছিল ৷ সেই শ্যুটিংয়ের সময়ই, দৃশ্য বোঝানোর জন্য বার বার অশ্লীল মন্তব্য করছিলেন পরিচালক কুষন নন্দী ৷’
advertisement
advertisement
চিত্রাঙ্গদার কথায়, ‘পরিচালক অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিংয়ের সময় আমাকে বলেছিল পা উঠিয়ে নওয়াজের ওপর শুয়ে পড়, আর এবার নওয়াজের সঙ্গে সেক্স কর !’
পরিচালকের কথায় অবাক হয়েছিলেন চিত্রাঙ্গদা ৷ তবে সিদ্ধান্ত নিতে দেরি করেননি ৷ সঙ্গে সঙ্গে ছবির টিমকে জানিয়েদেন তিনি ছবি ছাড়ছেন ৷ শোনা গিয়েছে, চিত্রাঙ্গদা সিংয়ের জায়গায় ছবিতে এবার অভিনয় করছেন স্বরা ভাস্কর!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরিচালকের ‘অশ্লীল’ মন্তব্য, ছবি ছাড়লেন চিত্রাঙ্গদা !
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement