Bollywood Star childhood: ছবির দুই খুদে এখন বলি তারকা, চর্চায় এক জনের সাজগোজ, অন্য জনের প্রেম, চেনা লাগছে?

Last Updated:

Bollywood Star childhood: দু'জনেই বলিউডের প্রথম সারির তারকা। সম্পর্কে তাঁরা তুতো ভাই-বোন। ছবির দুই খুদের কাউকে দেখে চেনা চেনা লাগছে কি?

#মুম্বই: ছবিতে দুই খুদে। দু'জনেই বলিউডের প্রথম সারির তারকা। সম্পর্কে তাঁরা তুতো ভাই-বোন। কারও মুখ দেখে চেনা চেনা লাগছে কি?
কয়েকটি সূত্র দেওয়া যাক।
ডান দিকের খুদে এখন বলিউডের নামী অভিনেতা। বিভিন্ন সময়ে এই তারকার বিভিন্ন চেহারা দর্শকের চোখে পড়েছে। ফিল্মি পরিবারের এই তারকার ছোটবেলা বেশ বিভীষিকাময়। সে কথা নিজেই একাধিক বার জানিয়েছেন নানা সাক্ষাৎকারে। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের কারণে ছোটবেলায় মানসিক অবসাদে ভুগতেন তারকা। এই মুহূর্তে তাঁর জীবন নিয়ে আবার চর্চা শুরু হয়েছে দর্শক মহলে। তাঁর প্রেম জীবন নিয়ে নিত্য নতুন নতুন খবর পাওয়া যায়। কখনও জানা যায়, তাঁর প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে, কখনও বা শোনা যায়, তাঁরা বিয়ে করতে চলেছেন। ১১ বছরের বড় নায়িকার সঙ্গে প্রেম করায় প্রভূত কুমন্তব্যের শিকার হতে হয় তাঁকে। প্রেমিকা, মালাইকা অরোরা।
advertisement
advertisement
এ বার তো বুঝতে বাকি নেই, কোন অভিনেতার কথা বলা হচ্ছে। প্রযোজক বনি কপূরের জ্যেষ্ঠ সন্তান অর্জুন কপূর।
বাঁ দিকের খুদে বলিউডের নামকরী অভিনেত্রী। যিনি এখন তাঁর আসন্ন মাতৃত্বের অপেক্ষায় রয়েছেন। আজ, বৃহস্পতিবার সেই নায়িকার জন্মদিন। তিনি সোনম কপূর। বনির ভাই, অনিল কপূরের জ্যেষ্ঠ সন্তান তিনি। অন্তঃসত্ত্বা অবস্থার চূড়ান্ত পর্বে রয়েছেন সোনম। সম্প্রতি একটি ফোটোশ্যুট করিয়েছেন হবু মা। মুক্তোর অলঙ্কারসজ্জার সঙ্গে তিনি ধরা দিয়েছেন বেবি বাম্প-সহ।
advertisement
View this post on Instagram

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

advertisement
সোনমের জন্মদিনে তাঁর তুতো ভাই অর্জুন তাঁদের ছোটবেলার ছবি দিয়ে লিখেছেন, 'শুভ জন্মদিন সোনম। এই ছবি দেখেই বোঝা যাচ্ছে, তুমি লাজুক ছিলে আর আমি ছিলাম ভাবুক। সময় চলে যায়, কিন্তু আমরা বদলাইনি। কেবল বড় হয়েছি মনে হয়। এক সময় আমরা শিশু ছিলাম। আর এখন তুমি নিজের সন্তানের জন্ম দিতে চলেছো। আনন্দ আহুজার মতো এক জন মানুষ তোমার পাশে থাকা সত্ত্বেও আমি চিরকাল তোমার সঙ্গে আছি। সেটা জেনে রাখো। সব সময়ে ভালবাসব। তোমার থেকে মাত্র ১৭ দিনের ছোট আমি। কিন্তু তোমার আচরণ দেখে আমাকেই বড় মনে হত।'
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Star childhood: ছবির দুই খুদে এখন বলি তারকা, চর্চায় এক জনের সাজগোজ, অন্য জনের প্রেম, চেনা লাগছে?
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement