Chhat Puja 2020: বাড়িতে থেকেই ছট পুজোর উৎসব জমিয়ে তুলতে সঙ্গে থাকুক এই গানগুলো

Last Updated:

এই গানগুলো ছাড়া উৎসব অসম্পূর্ণ, মনে আছে তো?

বলতে নেই, এ বছরের ছট পুজোর উৎসব ওই সদ্য পেরিয়ে যাওয়া দীপাবলীর মতোই ম্রিয়মাণ। আতসবাজির কথা এ ক্ষেত্রে বলা হচ্ছে না। ওটা বাদ দিয়েও যে কোনও উৎসব সুসম্পন্ন হতে পারে। কিন্তু উৎসবের যা মূল কথা অর্থাৎ জমায়েত এবং সবার সঙ্গে সবার দেখা- তা দীপাবলীর মতো ছটেও হচ্ছে না এ বছর!
তার উপরে আবার ছট উৎসবের যা আদত কথা, সেই নদীর ঘাটে বা স্থানীয় কোনও জলাশয়ে গিয়ে সূর্যদেবকে অর্ঘ্যনিবেদনেও নিষেধাজ্ঞা জারি হয়ে গিয়েছে অনেক রাজ্যে। পশ্চিমবঙ্গে এই নিষেধাজ্ঞা না থাকলেও জমায়েতে তো আছেই!
এ ক্ষেত্রে বাড়িতে থেকেই চলতি বছরের ছট পুজোর উৎসব জমিয়ে তুলতে সঙ্গে থাকুক এই গানগুলো!
advertisement
১. পহিলে পহিল ছটি মাইয়া
advertisement
বিহারের লোকগীতি, বিশেষ করে ছট পুজোর ভক্তিমূলক গানে শারদা সিনহা অপ্রতিদ্বন্দ্বী। এই গান শুনলেই বোঝা যায় যে দেশের এই রাজ্যে কতটা ধুমধামের সঙ্গে পালিত হয় এই উৎসব। পাশাপাশি, ছট পুজোর নেপথ্যে ষষ্ঠী দেবী বা ছটি মাইয়ার অন্তর্ভুক্তির বিষয়টিও স্পষ্ট হয়।
advertisement
২. উঠাউ সুরজ ভইলে বিহান
ছট মূলত সূর্যপূজার অনুষ্ঠান। এই তিথিতে চার দিন ধরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের রেওয়াজ আছে। শারদা সিনহার এই গানে ধ্বনিত হয়েছে সেই প্রথার কথা। ভক্তদের আকুল আকুতি- তাঁদের কৃপা করে আকাশের পূর্বপটে যেন তাড়াতাড়ি দর্শন দেন দেবতা!
advertisement
৩. উগা হ্যায় সুরজ দেব
সূর্যদেব উদিত হয়েছেন আকাশের পূর্ব কোণে ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে। কিন্তু তার পর? কী ভাবে তাঁকে নৈবেদ্য অর্পণ করতে হবে? সেই কথা ফুটে উঠেছে অনুরাধা পড়োয়ালের গাওয়া এই ভোজপুরি গানে। দেশের ভক্তিগীতিতে অনুরাধা এক উল্লেখযোগ্য নাম, এ গানেও নিজের প্রতিভার পূর্ণ ব্যবহার করেছেন তিনি।
advertisement
৪. কবহুঁ না ছুটি ছট
চলতি বছরে এই গানটির গুরুত্বই য়েন সর্বাধিক! অলকা ইয়াকনিকের গাওয়া এই গানে ছটি মাইয়ার কাছে ভক্তের কেবল একটাই প্রার্থনা- প্রতি বছর যেন সাড়ম্বরে তাঁর ছট উদযাপনের সৌভাগ্য হয়! এ বছর আড়ম্বরে ভাটা পড়লেও ভক্তিতে পড়েনি, তাই এই গানটিকে বাদ দেওয়া যায় না।
advertisement
৫. কেলওয়া কে পাট পর
ছট পূজার সুরসফরে যে শারদা সিনহাকে বাদ দেওয়া যায় না, তাঁর গান দিয়েই তাই এই তালিকা সমাপ্ত হবে। কী ভাবে প্রতিটি খুঁটিনাটি মেনে উদযাপিত হয় ছটের ব্রত আর পূজা, সে কথা এই গানে প্রাণ পেয়েছে!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chhat Puja 2020: বাড়িতে থেকেই ছট পুজোর উৎসব জমিয়ে তুলতে সঙ্গে থাকুক এই গানগুলো
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement