Bengali Serial News: প্রমো প্রকাশ্যে আসতেই বদলে গেল 'চিনি'র নায়িকা! অভিনেত্রী ছোট পর্দার অতন্ত্য পরিচিত মুখ! কে তিনি? দেখে নিন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Bengali Serial News: রাতারাতি নায়িকা বদলের হিড়িক পড়ে গিয়েছে নানা মেগা জুড়ে। 'লাভ বিয়ে আজকাল'-এর পর এবার বদল হল 'চিনি' ধারাবাহিকের নায়িকাও। অতি জনপ্রিয় মেগা ‘খেলনা বাড়ি’র গুগলি অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য বাদ পড়লেন মেগা থেকে।
রাতারাতি নায়িকা বদলের হিড়িক পড়ে গিয়েছে নানা মেগা জুড়ে। ‘লাভ বিয়ে আজকাল’-এর পর এবার বদল হল ‘চিনি’ ধারাবাহিকের নায়িকাও। অতি জনপ্রিয় মেগা ‘খেলনা বাড়ি’র গুগলি অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য বাদ পড়লেন মেগা থেকে। আর তার জায়গায় এল নতুন মুখ। তবে এই মেগার ক্ষেত্রে নতুন মুখ হলেও টেলিভিশনে তিনি অতি পরিচিত নাম বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়।
এবার থেকে চিনি ধারাবাহিকে ইন্দ্রাণীর পরিবর্তে দেখা যাবে বিজয়লক্ষ্মীকে। তিনি এর আগে সংসার সুখের হয় রমণীর গুণে, ‘রানু পেল লটারি’র মতো বিখ্যাত সব মেগায় কাজ করেছেন। এবার ‘চিনি’তে তাকে সোমরাজ মাইতির বিপরীতে মুখ্য ভূমিকায় দেখা যাবে। বেশ কয়েক বছর পর ‘চিনি’র হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেত্রী। কিছুদিন আগেই এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছিল ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে। সেখানে নায়িকা চরিত্রে ছিলেন মৌমিতা সরকার। পরে তাঁর পরিবর্তে শ্রাবণের চরিত্রে দেখা যায় তৃণা সাহাকে।
advertisement
আরও পড়ুন: অপেক্ষার অবসান! দু’মাসের মাথায় অবশেষে মেয়ের ভিডিও প্রকাশ্যে আনলেন মা শুভশ্রী! হইচই নেটপাড়ায়
advertisement
সামনে এল ‘চিনি’র নতুন প্রোমো। সেখানেই দেখা যায় বদলে গিয়েছে চিনি। ইন্দ্রাণীর পরিবর্তে বিজয়লক্ষ্মীকে দেখা যায় প্রমোতে। দেখা যায় চিনি ঠাকুরের মন্দিরে বসে গাইছে। সেখানে ঠাম্মি চিৎকার করে তাকে বাধা দেয়। আসে অপলাও। সে চিৎকার করে বলে, ‘ও ঠাকুরের সামনে আশীর্বাদ কেন চাইছে ঠাম্মি।’ তারপর হাত চেপে ধরে চিনির’। মনে করে চিনি দ্রোণকে তার থেকে কেড়ে নিতে চাইছে। আর তখনই সেখানে আসে দ্রোণ। বলে চিনির হাত ছেড়ে দেওয়ার জন্য।
advertisement

অনেকেই মনে করছেন টিআরপি কম থাকার কারণে বাদ পড়লেন ইন্দ্রাণী। এই বিষয়ের সত্যতা যাচাই করে নিউজ ১৮ বাংলা। এখন দেখার পালা নতুন ‘চিনি’ বিজয়লক্ষী টিআরপি আনতে পারে কিনা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2024 10:20 PM IST