মধ্যবিত্তদের জন্য খুশির খবর, কর ছাড় নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের

Last Updated:
#নয়াদিল্লি: বছর ঘুরলেই লোকসভা ভোট। আর সেই কথা মাথায় রেখে গতকাল শনিবার ন্যাপকিনে কর ছাড় দেওয়ার পাশাপাশি এক গুচ্ছ পণ্যে কর কমাল জিএসটি পরিষদ ৷ একই সঙ্গে সরল হল ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার নিয়মও ৷ অর্থমন্ত্রী পীযূষ গয়ালের দাবি, এর জেরে কর্মসংস্থান ও বৃদ্ধির পথ খুলে যাবে ৷
এতদিন পর্যন্ত জিএসটি’র সর্বোচ্চ জিএসটি রেট ছিল ২৮ শতাংশ ছিল। সেটিকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ। আগামী ২৭ জুলাই থেকে জিএসটি রেট অনুযায়ী, জিনিসপত্র কেনাবেচা হবে। এমনই জানিয়েছেন, অর্থমন্ত্রী পীযূশ গয়াল।
জেনে নিন কোন জিনিসের উপর থেকে জিএসটি উঠে গেল এবং কোন কোন জিনিসের জিএসটি রেট কমে গেল। জিএসটি উঠে গেল স্যানিটারি ন্যাপকিন, রাখী, মার্বেল বা কাঠের ঠাকুরের মূর্তি, ঝাঁটা তৈরির কাঁচামাল, দুধ, শাল পাতার উপর থেকে ৷ অন্যদিকে, ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি, ভিডিও গেম, ভ্যাকুম ক্লিনার, মিক্সার গ্রাইন্ডার, হেয়ার ড্রায়ার, ওয়াটার কুলার, ইস্ত্রির জিএসটি রেট ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল ৷ এর পাশাপাশি হ্যান্ডব্যাগ, আয়না, ফোটোফ্রেম, ঘর সাজানোর আর্ট ওয়ার্ক, কাঁচের মূর্তি, কাঠের মেঝে, হাতে তৈরি ল্যাম্পের জিএসটি রে়ট ১৮ শতাংশ ছিল ৷ তা কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে ৷
advertisement
advertisement
গোড়া থেকেই ন্যাপকিনকে করমুক্ত করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এ নিয়ে সওয়াল করেন অসমের কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। প্রশ্ন ছিল, যেখানে সিঁদুরে কর শূন্য, সেখানে মহিলাদের স্বাস্থ্যের জন্য জরুরি পণ্যে কেন ১২% কর বসবে? এ বিষয়ে অরুণ জেটলির দাবি ছিল, কর শূন্যে নামিয়ে আনলে, বাজারের দখল নেবে বহুজাতিকগুলি। মার খাবে ন্যাপকিন বানানো বিভিন্ন অসরকারি সংস্থা এবং ছোট সংস্থাগুলি। কিন্তু সব কিছুর পরেও এ দিন পিছু হঠল কেন্দ্র।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মধ্যবিত্তদের জন্য খুশির খবর, কর ছাড় নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement