Dev: দেবকে দেখতে জনসমুদ্র! ‘খাদান’-এর প্রোমোশনে চরম বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

Last Updated:

বারাসাত স্টার মলে বাংলা ছবির ‘খাদান’-এর প্রমোশনে দেব আসার কথা। এই খবর প্রচার হতেই জন সমুদ্র স্টার মল চত্ত্বর-সহ ১২ নম্বর জাতীয় সড়কে।

দেবকে দেখতে জনসমুদ্র! ‘খাদান’-এর প্রোমোশনে চরম বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের
দেবকে দেখতে জনসমুদ্র! ‘খাদান’-এর প্রোমোশনে চরম বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের
কলকাতা: দেবের ছবি ‘খাদান’-এর প্রোমোশনে চরম বিশৃঙ্খলা। নিজের ছবির প্রোমোশনে দেবের আসার কথা ছলি বারাসত মলে। দেবের আসার খবর প্রচার হতেই জন সমুদ্র স্টার মল চত্বর-সহ ১২ নম্বর জাতীয় সড়কে। অবস্থা শেষমেশ এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
সূত্রের খবর অনুযায়ী, বারাসাত স্টার মলে বাংলা ছবির ‘খাদান’-এর প্রমোশনে দেব আসার কথা। এই খবর প্রচার হতেই জন সমুদ্র স্টার মল চত্ত্বর-সহ ১২ নম্বর জাতীয় সড়কে। তবে নায়কের প্রবেশের আগেই বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। দেব আদৌ আসবেন কি না এই পরিস্থিতিতে তা নিয়েও রয়েছে বড় প্রশ্ন! একসময় পুলিশের সঙ্গে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয় জনতার। যেকোন মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
advertisement
advertisement
রবিবার বিকেল ৫টায় আসার কথা ছিল নায়কের। একঘন্টা পেরিয়ে যাওয়ার পরেই জনস্রোত নিয়ন্ত্রণে ব‍্যর্থ আয়োজকরা। কলকাতাগামী রাস্তা সম্পুর্ন বন্ধ করে এক পাস দিয়ে চলে যান চলাচল। মঞ্চ থেকে কোনও এক সময়ে এসে বলতে শোনা গেলো আজকের এই প্রমোশন অনুষ্ঠান বন্ধ করতে চলেছে কর্তৃপক্ষ।
advertisement
বিশৃঙ্খলা এমন চরমে পৌছায় যে পরবর্তী বারাসত পুলিশ জেলার আধিকারিক এসে পৌছায়। প্রায় দু’ঘণ্টা পর দেব আসার পরে জনসমুদ্র চেহারা নেয় তখনই সাধারণ মানুষের উপরে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুলিশকে না জানিয়েই আয়োজকরা স্টার বলে এই ব্যবস্থা করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev: দেবকে দেখতে জনসমুদ্র! ‘খাদান’-এর প্রোমোশনে চরম বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement