Chalchitra Teaser: শহরের বুকে একের পর এক নারী হত্যা, কবে মিলবে মুক্তি? উত্তর মিলবে ডিসেম্বরে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
চার পুলিশেকে কেন্দ্র করে তৈরি জমাটি রহস্য-রোমাঞ্চের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল পুজোয়। কিন্তু তা রদবদল হয়ে মুক্তি পেতে চলেছে ক্রিসমাসের আবহে ২০ ডিসেম্বর।
কলকাতা: মুক্তি পেল প্রতিম ডি গুপ্তর আগামী ছবি ‘চালচিত্র’র প্রথম ঝলক। এই ছবিতে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী, বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব, ইন্দ্রজিৎ বসু। এই ছবির মাধ্যমেই টলিপাড়ার পা রাখতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবং হিন্দি ছবির পরিচিত অভিনেতা শান্তনু মাহেশ্বরী। এর আগে প্রতিমের তৈরি সিরিজ ‘টুথপরি’-তে দেখা গিয়েছিল শান্তনুকে৷
‘সিরিয়াল কিলিং’-এটাই ‘চালচিত্র’ ছবির থিম৷ টিজারে সেটা স্পষ্ট। আলো-আঁধারি, রক্তপাত এবং নৃশংসতা, এভাবে ছবির গল্প বলেছেন পরিচালক, অন্তত ট্রেলার তাই বলছে। গল্প শুরু হয় কলকাতার বুকে হয়ে চলা একের পর এক ধারাবাহিক নৃশংস খুন দিয়ে। সেইসব খুনের তদন্তে জড়িয়ে পড়েন চার পুলিশ। সেই চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। কলকাতা পুলিশের এক অবাঙালি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে শান্তনুকে।
advertisement
advertisement
পুজোর আগে শহরে একের পর এক মেয়ের খুন করছে কে? কেনই বা হচ্ছে খুন?আদৌ কী থামানো যাবে এই অপরাধ? এই নিয়েই ‘চালচিত্র’র গল্প। অপূর্ব অভিনীত চরিত্রটি যে বেশ ধূসর, স্পষ্ট ইঙ্গিত ঝলকেই দিয়ে রাখলেন পরিচালক। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু। রাইমা সেনকে দেখা যাবে টোটা রায়চৌধুরীর স্ত্রীর ভূমিকায়।
advertisement
চার পুলিশেকে কেন্দ্র করে তৈরি জমাটি রহস্য-রোমাঞ্চের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল পুজোয়। কিন্তু তা রদবদল হয়ে মুক্তি পেতে চলেছে ক্রিসমাসের আবহে ২০ ডিসেম্বর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2024 4:18 PM IST