Bollywood Gossip: ভক্তকে মারধর করেছেন বেধড়ক, গায়ে হাত তুলতেন পরিচালকদেরও... বলিউডের এই অভিনেতার বিতর্ক নিত্যসঙ্গী
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Rachana Majumder
Last Updated:
১০ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি দশশ্বমেধ ঘাটের দিকে যাওয়ার পথের দৃশ্যে শ্যুট করা হয়েছে। ওইখানেই তিনি তাঁর পরবর্তী ছবির শ্যুটিং করছেন।
‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর পর তাঁর পরবর্তী ছবির শ্যুটিং করছেন অভিনেতা নানা পটেকর। শ্যুটিং চলাকালীন, এক ভক্ত অভিনেতার কাছাকাছি এসে তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেছিলেন। নানা পটেকরের বডিগার্ডরা তাঁকে দূরে ঠেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই অভিনেতা ওই ভক্তের মাথায় চাপড় মারেন সজোরে।
সম্প্রতি এই ঘটনা ঘটেছে বারাণসীতে। নানা পটেকর বারাণসীতে শ্যুটিং করছিলেন, সেই সময় এক ভক্ত তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, নানা পটেকর তাঁর ভক্তের মাথায় চাপড় মারছেন। ১০ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি দশশ্বমেধ ঘাটের দিকে যাওয়ার পথের দৃশ্যে শ্যুট করা হয়েছে। ওইখানেই তিনি তাঁর পরবর্তী ছবির শ্যুটিং করছেন।
advertisement
নানা পটেকরকে এর আগে শেষ দেখা গিয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এ। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে, পরিচালক বিবেক অগ্নিহোত্রী নানা পাটেকরের সম্পর্কে নানা কথা বলেছেন। তিনি জানিয়েছেন, “আমাকে অনেকেই বলেছিলেন মাথা খারাপ হয়ে যায়নি তো? নানা পটেকরকে অভিনয়ে নিচ্ছি কেন। উনি তো রীতিমতো ডিরেক্টরদের মারেন।’
advertisement
এর আগেও অবশ্য অনেক ডিরেক্টর তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন। অনেক বড় বড় পরিচালক তাঁকে নিয়ে কাজ করতে গিয়ে ভুগেছেন, তাতে কোনও সন্দেহ নেই। তবে এতে তাঁর অভিনয় প্রতিভা সম্পর্কে কোনও কথাই উঠতে পারে না। ওই ডিরেক্টর আরও জানান যে, ‘সবাই আমাকে তাঁর কাছে যেতে বারণ করেছিলেন, কারণ ওঁকে নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক রকমের কথা ভাসে। তিনি নিজেই না কি অনেক সময় ছবি পরিচালনা করতে চান। কিন্তু আমার ওঁর উপর অগাধ বিশ্বাস ছিল।”
advertisement
এবারে অনেক দিনের বিরতির পর আবার নানা পৃটেকরকে শীঘ্রই প্রকাশ ঝা পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘লাল বাত্তি’-তে দেখা যাবে। এই থ্রিলার ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। এই ছবি দিয়েই তিনি ওটিটিতে আত্মপ্রকাশ করবেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 15, 2023 3:58 PM IST








