Cannes Film Festival 2023: কান-এ সানি লিওনির 'কেনেডি', দেখানো হবে আরও ২ ভারতীয় ছবি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কান-এ সানি লিওনির 'কেনেডি' ছাড়াও দেখানো হবে 'আগ্রা' ও ' ইশানোউ'
রাত পোহালেই ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে ফেস্টিভ্যাল। চলতি বছর ৩টি ভারতীয় ছবি দেখানো হবে কান-এ।
কেনেডি– অনুরাগ কাশ্যপ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন সানি লিওনি, রাহুল ভাট এবং ইউটিউব সিরিজ ‘অ্যাসপির্যান্টস’ খ্যাত অভিনেতা অভিলাষ থাপলিয়ল। ‘কেনেডি’ উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগের অংশ হিসাবে নির্বাচিত হয়েছে।
আগ্রা — ডিরেক্টর্স’ ফোর্টনাইট সেকশনে দেখানো হবে রাহুল রায় অভিনীত এই ছবি। ছবিটি পরিচালনা করেছেন কানু বেল।
advertisement
ইশানোউ– মনিপুরী নির্মাতা আরিবাম শ্যাম শর্মার ১৯৯০ সালের সিনেমা ‘ইশানোউ’-এর রেড-কার্পেট ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ১৯ মে। কানের ক্লাসিক সিলেকশন বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি।
advertisement
চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার দেখা যাবে অনুষ্কা শর্মাকে। কান-এ সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। সেই পুরস্কার প্রদান করবেন অনুষ্কা ও হলিউডের খ্যাতনামী অভিনেত্রী কেট উইনসলেট। আগের বার কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য ছিলেন দীপিকা। কসমেটিক্স ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বর্যা রাই বচ্চন ও সোনম কাপুর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 8:21 PM IST