Tollywood Actor: ছবির এই বাচ্চা ছেলেটি বর্তমানে টলিউড নায়ক! বিতর্কে জর্জরিত তিনি, আসছেন শিরোনামে

Last Updated:

Tollywood Actor: তাঁর বাবা একজন বিখ্যাত পরিচালক। দাদু এবং মা নাম করা অভিনেতা। চিনতে পারছেন কি?

চিনতে পারছেন এই বাচ্চা ছেলেটিকে?
চিনতে পারছেন এই বাচ্চা ছেলেটিকে?
কলকাতা: ছবির এই স্যুট-ব্যুট পরা এই বাচ্চা ছেলেটিকে চিনতে পারছেন? যদি না পারেন কয়েকটি সূত্র দেওয়া থাকল আপনার জন্য।
এই বাচ্চা ছেলেটি বর্তমানে টলিউডের নায়ক।
তাঁর বাবা একজন বিখ্যাত পরিচালক। দাদু এবং মা নাম করা অভিনেতা।
advertisement
২০১৪ সালে টলিউডে পা রাখেন এই অভিনেতা। রাজ চক্রবর্তী পরিচালিত ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়।
টলিউডের এক নায়িকার সঙ্গেই সম্পর্কে জড়ান তিনি।
advertisement
বর্তমানে এক দুর্নীতি কাণ্ডে তাঁর নাম জড়িয়ে পড়ে তাঁর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সে বিষয়ে জিজ্ঞাসাবাদও করে তাঁকে।
এত ক্ষণে নিশ্চয়ই বোঝা হয়ে গিয়েছে এই বাচ্চা ছেলেটি কে। ইনি বনি সেনগুপ্ত। অনুপ সেনগুপ্ত এবং পিয়া সেনগুপ্তের ছেলে। সুখেন দাসের নাতি। ২০১৪ সালে রাজ চক্রবর্তীর 'বরবাদ' ছবির হাত ধরে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ভিযোগ, রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন বনি।
advertisement
কাজ নয়, তবে সম্প্রতি এই বিতর্কের জন্য আরও একবার চর্চায় উঠে এসেছেন বনি। তাঁর মুক্তিপ্রাপ্ত শেষ ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Actor: ছবির এই বাচ্চা ছেলেটি বর্তমানে টলিউড নায়ক! বিতর্কে জর্জরিত তিনি, আসছেন শিরোনামে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement