আসছে সিজন-৫! ব্যোমকেশ নিয়ে আবার 'হইচই'

Last Updated:

ব্যোমকেশ সিজন ৫ এর প্রিভিউ বা আনুষ্ঠানিক লঞ্চের মাঝেই কেক কেটে সেলিব্রেট করা হল সত্যবতী ঋধিমার জন্মদিন। গানে গানে অভিনন্দন জানালেন ব্যোমকেশ অনির্বাণ।

#কলকাতা:  শীতকাল পড়বে অথচ শহরে সত্যান্বেষীর দেখা মিলবে না তা আবার হয় নাকি! ডিজিটাল দুনিয়ায় হইচই ফেলে ব্যোমকেশ সিজন ৫ এর আনুষ্ঠানিক লঞ্চ হয়ে গেল সম্প্রতি,  যা আবার 'হইচই' প্ল্যাটফর্মের ৫০ তম ওয়েব সিরিজ।
সিজন ৫-ও ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। এই সিজনে নতুন অজিত সুপ্রভাত দাস। এর আগে অঞ্জন দত্তের 'ফাইনালি ভালবাসায়' অনির্বাণের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সুপ্রভাত দাস।   সত্যবতীর ভূমিকায় আগের মতন ঋধিমা।
ব্যোমকেশ সিজন ৫ ব্যোমকেশ সিজন ৫
advertisement
ব্যোমকেশ সিজন ৫ এর প্রিভিউ বা আনুষ্ঠানিক লঞ্চের মাঝেই কেক কেটে সেলিব্রেট করা হল সত্যবতী ঋধিমার জন্মদিন। গানে গানে অভিনন্দন জানালেন ব্যোমকেশ অনির্বাণ।
advertisement
ব্যোমকেশ সিজন ৫ এর মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন সৌমিক হালদার , যিনি ডি ও পি হিসেবে পরিচিত এক নাম।
অনির্বাণ ভট্টাচার্য ও ঋধিমা অনির্বাণ ভট্টাচার্য ও ঋধিমা
ব্যোমকেশ ও সত্যবতী দুজনেই এই সিরিজ নিয়ে আশাবাদী। নতুন পরিচালকের দৃষ্টিভঙ্গী ব্যোমকেশ সিরিজে অন্য মাত্রা যোগ করেছে। নতুন অজিতের সঙ্গেও রসায়ন জামে উঠেছে বলে দাবি তাদের । সিজন ফাইভের প্রথম দুটো পর্ব 'দুষ্টচক্র' এবং 'খুঁজি খুঁজি নারি' এই দুটি গল্প। শরদিন্দু বন্দ্য়োপাধ্য়ায়ের ব্য়োমকেশের এই দুটি গল্পকেই বেছে নিয়েছেন পরিচালক। জোর দেওয়া হয়েছে স্মার্ট মেকিংয়ের ওপর। একই সঙ্গে মনন্তর, কালোবাজারি এবং মানবিক সম্পর্কের আখ্য়ানকে খুব সুন্দর ভাবে মেলানো হয়েছে এই সিরিজে। সৌমিক হালদারের আগে সায়ন্তন ঘোষাল, সৌমিক চট্টোপাধ্য়ায়ও ব্য়োমকেশ পরিচালনার ভার সামলেছেন।
advertisement
DEBAPRIYA DUTTA MAJUMDAR
বাংলা খবর/ খবর/বিনোদন/
আসছে সিজন-৫! ব্যোমকেশ নিয়ে আবার 'হইচই'
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement