Tiger Shroff Disha Patani Breakup: একসঙ্গে ছ'বছর, কিন্তু প্রেম টিকল না টাইগার-দিশার! ভাঙনের জোরালো গুঞ্জন

Last Updated:

টাইগার, দিশার যে বিচ্ছেদ সম্পন্ন, সে বিষয়ে কানাঘুষো শোনা যাচ্ছে প্রবল। (Tiger Shroff Disha Patani Breakup)

Tiger Shroff Disha Patani Breakup
Tiger Shroff Disha Patani Breakup
#মুম্বই: বলিউডে ফের সম্পর্ক ভাঙার গুঞ্জন। এবার নাকি ছ'বছরের প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। কেন টাইগার শ্রফ এবং দিশা পাটানি বিচ্ছেদের পথে হাঁটলেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে টাইগার, দিশার যে বিচ্ছেদ সম্পন্ন, সে বিষয়ে কানাঘুষো শোনা যাচ্ছে প্রবল। (Tiger Shroff Disha Patani Breakup)
কিছু দিন আগে শমিতা শেট্টি-রাকেশ বাপতের পর নাকি সেই দলে নাম লেখালেন টাইগার-দিশাও। মুম্বইয়ের সংবাদ সংস্থা সূত্রে দাবি, টাইগারের ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছে। তবে এখনও পর্যন্ত নায়ক-নায়িকা নিজেরা এ বিষয়ে কোনও কথাই বলেননি। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি কোনওদিন আলোচনায় অংশ নেননি টাইগার-দিশা।
আরও পড়ুন: রাস্তায় গড়াগড়ি খাচ্ছে মাছ! কাঁথির রাস্তায় হরির লুঠ, কী কাণ্ড
পাপারাৎজিদের ক্যামেরায় মাঝে মাঝেই ধরা পড়েছেন দিশা ও টাইগার। কখনও ডিনার ডেট, কখনও বিমানবন্দরে একসঙ্গে যাতায়াত, একসঙ্গে উড়ান। যদিও দেশে-বিদেশে একসঙ্গে বেড়াতে গিয়ে কখনও ছবি পোস্ট করেননি টাইবার বা দিশা। আলাদা ছবি, একই জায়গা থেকে পোস্ট করলেও, একসঙ্গে ফ্রেমবন্দি হননি তারকা জুটি। তবে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ দিয়েছেন দিশা-টাইগার।
advertisement
advertisement
আরও পড়ুন: অবাক কাণ্ড! বাঁশবাগানের মাটি ফুঁড়ে উঠছে জল, বারোবিশায় চাঞ্চল্য
বলিউড সূত্রে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এই বছরের শুরুতেই নাকি বিচ্ছেদ হয়েছে তাঁদের। আপাতত কাজেই মন দিতে চান দিশা-টাইগার। এ নিয়ে যে টাইগার খুব দুঃখিত নয় বলেই জানাচ্ছে তাঁর ঘনিষ্ঠ সূত্র। তবে বিচ্ছেদ হলেও বন্ধুত্ব যে নষ্ট হয়েছে এমনটা কিন্তু নয়। বিচ্ছেদের পরেও কথাবার্তা হচ্ছে তাঁদের। কিন্তু দুই তারকা জুটির বিচ্ছেদে মন খারাপ ভক্তদের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tiger Shroff Disha Patani Breakup: একসঙ্গে ছ'বছর, কিন্তু প্রেম টিকল না টাইগার-দিশার! ভাঙনের জোরালো গুঞ্জন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement