বদলে যাচ্ছে পুষ্পার শ্রীভল্লি? রশ্মিকার জায়গায় নায়িকা কে হবেন? জোর জল্পনা
- Published by:Raima Chakraborty
Last Updated:
সত্যিই কি তাই? রশ্মিকার না থাকা নিয়ে ইতিমধ্যেই মন ভেঙেছে ভক্তদের।
#মুম্বই: অল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রাইজ' নিয়ে দর্শকের মনে উন্মাদনা তুঙ্গে। সেই ছবির নায়িকা রশ্মিকা মন্দানাও এই ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তবে ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, পুষ্পার পরের ছবিতে আর দেখা যাবে না রশ্মিকা মন্দানা ওরফে শ্রীভল্লিকে। সেই জায়গায় না কি অভিনয় করতে পারেন সাই পল্লবী।
সত্যিই কি তাই? রশ্মিকার না থাকা নিয়ে ইতিমধ্যেই মন ভেঙেছে ভক্তদের। ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রশ্মিকা মন্দানা 'পুষ্পা: দ্য রাইজ' ছবি হিট করার পিছনে বড় কারিগর। পুষ্পার প্রেমিকা শ্রীভল্লির চরিত্রে দারুণ অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। তবে সম্প্রতি শোনা গিয়েছিল, পুষ্পা: দ্য রুল ছবিতে প্রেমিকা হবেন সাই পল্লবী।
আরও পড়ুন: 'ও আমার প্রতিদ্বন্দ্বীই নয়, অপেক্ষা করুন', 'শেষ' দিনে কেবলই আস্ফালন শুভেন্দুর! নিশানায় কে?
পরিচালক সুকুমার না কি সাইকে গল্প বলেওছিলেন। তবে শোনা যাচ্ছে, সাই সেই গল্পে নাকোচ করেছেন। সাইকে মনে রেখেই না কি একজন আদিবাসী শক্তিশালী মেয়ের চরিত্র তৈরি করেছিলেন তিনি। সাইয়ের পরে ঐশ্বর্য রাজেশকেও ভেবেছিলেন সুকুমার। তবে শেষ পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে শোনা গিয়েছে রশ্মিকাই থাকছেন পুষ্পার শ্রীভল্লি।
advertisement
advertisement
আরও পড়ুন: ফের চোখরাঙানি করোনার, নবান্ন থেকেই বড় নির্দেশ মমতার!
করোনাকালের পরে পুষ্পা-র হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে বড় পর্দার ছবি। ছবিতে অল্লু ছাড়াও অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা, ফারহাদ ফাসিল ছাড়াও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহু অভিনেতা অভিনেত্রী।প্রথম ছবিতেই যে পুষ্পা-র কাহিনি শেষ হচ্ছে না তা পুষ্পা-দ্য রাইস-এর শেষেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক সুকুমার। তারপর থেকেই ছবির দ্বিতীয় পর্ব পুষ্পা-দ্য রুল-এর অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2022 7:21 PM IST