প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দ্রুত আরোগ্য প্রার্থনা অভিনেত্রী সুদীপ্তার

Last Updated:

সুদীপ্তার প্রার্থনা, এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়ে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন ৷

কলকাতা :  বুদ্ধদেব ভট্টাচার্যর দ্রুত সুস্থতা কামনা করে ফেসবুকে পোস্ট করলেন সুদীপ্তা চক্রবর্তী ৷ আশাহত হতে রাজি নন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী ৷ তাঁর কথায়, আগের মতো কর্মক্ষম, টানটান, চনমনে হয়তো আর কোনওদিনই হবেন না তিনি ৷ কিন্তু সুদীপ্তার প্রার্থনা, এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়ে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন ৷
গত মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যর কোভিড সংক্রমণ ধরা পড়ে ৷ মীরাদেবীকে হাসপাতালে ভর্তি করা হলেও প্রাক্তন মু্খ্যমন্ত্রী বাড়িতেই থাকার জেদে অনড় ছিলেন ৷ কিন্তু সোমবার রাত থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ বাইপ্যাপ সাপোর্টে আছেন তিনি ৷ দেওয়া হচ্ছে অক্সিজেন ৷ চলছে অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড ৷ তাঁর চিকিৎসার জন্য ৬ সদস্যের একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল ৷
advertisement
advertisement
অন্যদিকে মীরা ভট্টাচার্য কোভিডমুক্ত হয়ে বাড়িতে ফিরে এসেছিলেন ৷ কিন্তু একদিন কাটতে না কাটতেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ শোনা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যর অসুস্থতায় ভেঙে পড়েছেন তিনি ৷ প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন মীরাদেবী ৷ সূত্রের খবর, মাঝে মাঝে কথাবার্তা জড়িয়ে যাচ্ছে ৷ অসংলগ্ন কথাও বলছেন তিনি ৷ তবে চিকিৎসকরা তাঁকে নিয়ে এখনও কোনও বার্তা দেননি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দ্রুত আরোগ্য প্রার্থনা অভিনেত্রী সুদীপ্তার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement