Jin of BTS: সেনায় যোগ দেওয়ার পর প্রথম পোস্ট! এখন কেমন দেখতে হয়েছেন BTS- এর জিন

Last Updated:

Jin of BTS: সেনার পোশাকে উইভার্সে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন জিন। অনুরাগীদের আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি ভাল আছেন।

সিওল: কেটে গিয়েছে এক মাস। দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএসের সদস্য কিম সোক-জিন ১৩ ডিসেম্বর দেশের সেনাতে যোগ দিয়েছেন। তার পর থেকে কার্যত সকলের সঙ্গেই তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে নতুন বছরে আর্মিদের (বিশ্বজুড়ে বিটিএস অনুরাগীদের এই নামের চিহ্নিত করা হয়) বিশেষ উপহার দিলেন তিনি।
সেনার পোশাকে উইভার্সে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন জিন। অনুরাগীদের আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি ভাল আছেন। ৩০-এর গায়ক লেখেন, 'আমি এখানে আনন্দ করছি। ভাল আছি। সেনাবাহিনীর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরেই ছবিগুলি পোস্ট করছি। আর্মি, তোমরা আনন্দে থেকো। ভাল থেকো।' জনৈক নেটাগরিক গায়কের এই বার্তা ইংরেজিতে অনুবাদ করেন।
advertisement
advertisement
সেনাতে যোগ দেওয়ার পরেও জিনের একাধিক ছবি তাঁর ফ্যানক্লাবগুলি নানা সময়ে পোস্ট করেছে। তবে গায়কের এই পোস্ট যে বিটিএস অনুরাগীদের কাছে বাড়তি পাওনা, তা আর বলার অপেক্ষা রাখে না
advertisement
দিন কয়েক আগেই বিটিএস-এর আরেক সদস্য জে হোপ (জাং হো-সক) জানিয়েছিলেন, সেনা ক্যাম্প থেকে জিন তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সতীর্থের কথা অনুরাগীদের বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন তিনি।
'ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসম' ভাল আছেন। খুশি তাঁর ভক্তরাও। আপাতত জিনের ফিরে আসার দিন গুনছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jin of BTS: সেনায় যোগ দেওয়ার পর প্রথম পোস্ট! এখন কেমন দেখতে হয়েছেন BTS- এর জিন
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement