Jin of BTS: সেনায় যোগ দেওয়ার পর প্রথম পোস্ট! এখন কেমন দেখতে হয়েছেন BTS- এর জিন
- Published by:Sanchari Kar
Last Updated:
Jin of BTS: সেনার পোশাকে উইভার্সে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন জিন। অনুরাগীদের আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি ভাল আছেন।
সিওল: কেটে গিয়েছে এক মাস। দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএসের সদস্য কিম সোক-জিন ১৩ ডিসেম্বর দেশের সেনাতে যোগ দিয়েছেন। তার পর থেকে কার্যত সকলের সঙ্গেই তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে নতুন বছরে আর্মিদের (বিশ্বজুড়ে বিটিএস অনুরাগীদের এই নামের চিহ্নিত করা হয়) বিশেষ উপহার দিলেন তিনি।
সেনার পোশাকে উইভার্সে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন জিন। অনুরাগীদের আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি ভাল আছেন। ৩০-এর গায়ক লেখেন, 'আমি এখানে আনন্দ করছি। ভাল আছি। সেনাবাহিনীর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরেই ছবিগুলি পোস্ট করছি। আর্মি, তোমরা আনন্দে থেকো। ভাল থেকো।' জনৈক নেটাগরিক গায়কের এই বার্তা ইংরেজিতে অনুবাদ করেন।
advertisement
advertisement
সেনাতে যোগ দেওয়ার পরেও জিনের একাধিক ছবি তাঁর ফ্যানক্লাবগুলি নানা সময়ে পোস্ট করেছে। তবে গায়কের এই পোস্ট যে বিটিএস অনুরাগীদের কাছে বাড়তি পাওনা, তা আর বলার অপেক্ষা রাখে না
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
advertisement
দিন কয়েক আগেই বিটিএস-এর আরেক সদস্য জে হোপ (জাং হো-সক) জানিয়েছিলেন, সেনা ক্যাম্প থেকে জিন তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সতীর্থের কথা অনুরাগীদের বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন তিনি।
'ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসম' ভাল আছেন। খুশি তাঁর ভক্তরাও। আপাতত জিনের ফিরে আসার দিন গুনছেন তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2023 11:10 PM IST