Bryan Adams: সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর! শহরে আসছেন ব্রায়ান অ্যাডামস! কবে, কোথায়? জানুন
- Reported by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Bryan Adams: কলকাতায় লাইভ মিউজিক কনসার্ট করতে আসছেন তারকা সঙ্গীতশিল্পী ব্রায়ান অ্যাডামস। বিদেশি এই সুপারস্টার সঙ্গীতশিল্পী কলকাতা সহ ভারতের ছটি মিউজিক কনসার্ট করবেন।
কলকাতাঃ কলকাতায় লাইভ মিউজিক কনসার্ট করতে আসছেন তারকা সঙ্গীতশিল্পী ব্রায়ান অ্যাডামস। বিদেশি এই সুপারস্টার সঙ্গীতশিল্পী কলকাতা সহ ভারতের ছটি মিউজিক কনসার্ট করবেন। আগামী ৮ ডিসেম্বর কলকাতার অ্যাকোয়াটিকা দিয়ে তাঁর ভারত সফর শুরু করছেন ব্রায়ান। আজ, বুধবার থেকে অনলাইনে শুরু হবে টিকিট বিক্রি। কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এর আগে অরিজিৎ সিং, সলমান খান সহ একাধিক তারকাদের নিয়ে শো করেছে। এবার সেই তালিকায় ব্রায়ান অ্যাডামস।
আরও পড়ুনঃ বড়পর্দায় অর্পণা সেন-অঞ্জন দত্ত জুটি, উস্কে দিচ্ছে সুচিত্রা সেনের স্মৃতি
তারকা শিল্পীর কলকাতায় আসার খবর ছড়িয়ে পড়তেই উন্মাদনায় ভাসছে তিলোত্তমা। ’সামার অফ 69′ সহ নানান জনপ্রিয় গান শোনা গেছে এই শিল্পীর গলায়। এবার কলকাতায় প্রথমবার পা রাখতে চলেছেন ব্রায়ান অ্যাডামস। কনসার্টের অন্যতম উদ্যোক্তা রাজদীপ চক্রবর্তী নিউজ এইট্টিন বাংলাকে জানান, ‘বিশ্ব বিখ্যাত শিল্পী ব্রায়ান অ্যাডামসের কলকাতার সূচি প্রথমে চূড়ান্ত ছিল না। শেষ পর্যন্ত ভারতে কলকাতা দিয়েই তাঁর সংগীতের সফর শুরু করতে চলেছেন ব্রায়ান অ্যাডামস। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়।’ ব্রায়ান অ্যাডামসের কলকাতায় লাইভ শো করার কথা ছড়িয়ে পড়তেই রীতিমতো এখন ব্রায়ান নিয়ে মত্ত তিলোত্তমা।
advertisement
advertisement
ব্রায়ান অ্যাডামসের ‘সামার অফ 69’ গানকে স্মরণীয় করে রাখতেই অনলাইনে টিকিটের মূল্য ১৯৬৯ টাকা থেকে শুরু হচ্ছে। আয়োজক সংস্থার পক্ষের আগে বিভিন্ন ক্ষেত্রের একাধিক তারকাদের কলকাতায় হাজির করিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন ব্রায়ান অ্যাডামস। বছরের শেষ মাস এবং নতুন বছরের প্রাক্কালে কলকাতায় বিশ্বখ্যাত পপ এবং রক তারকা ব্রায়ানের কলকাতা সফরের অনেক আগে থেকেই উত্তেজনায় ফুটতে শুরু করেছে তিলোত্তমা। ব্রায়ান তাঁর সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি ফের ভারতে আসছি। খুব উত্তেজিত। আসছি আমার ‘সো হ্যাপি ইট হার্টস’ সফরে।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2024 12:13 PM IST








