Chhavi Mittal Accident: চুলে হঠাৎ আগুন! ক্যানসারযোদ্ধা অভিনেত্রী ভয়ানক দুর্ঘটনার কবলে, ক্যামেরাবন্দি মুহূর্ত
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Chhavi Mittal Accident: ঘটনাচক্রে সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে ছবির ফোনে। ইতিমধ্যে সেই ছোট্ট ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি ইউটিউবে ভ্লগ হিসেবেও আপলোড করেছেন ছবি।
মুম্বই: ভয়ানক দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী ছবি মিত্তাল। সম্প্রতি শ্যুটিং সেটে হঠাৎ চুলে ধরল আগুন। পাশে ছিলেন তাঁর সহ-অভিনেতা করণ ভি গ্রোভার। ঘটনাচক্রে সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে ছবির ফোনে। ইতিমধ্যে সেই ছোট্ট ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি ইউটিউবে ভ্লগ হিসেবেও আপলোড করেছেন ছবি।
advertisement
advertisement
ছবি ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘সেটে সচরাচর দুর্ঘটনা ঘটেই থাকে। কিন্তু আমার চুলে আগুন ধরে গিয়েছিল। কোথাও গিয়ে এই ঘটনাটি সবথেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছিল। ঘটনাচক্রে এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। আর করণকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। খালি হাতে আগুন নিভিয়েছে সে।’
আরও পড়ুন: মাংসকেও হার মানাবে! অল্প উপকরণেই বানিয়ে ফেলুন গেরি গুগলির চচ্চড়ি, সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, হঠাৎ চুলে আগুন ধরে যাচ্ছে। করণের সাহায্যে আগুন নেভানো হয়। করণকে ছবি জিজ্ঞাসা করেন, ‘‘আমার চুলে আগুন ধরেনি তো?’’ করণ বলেন, ‘‘ধরেছে তো।’’ তারপর দেখা যায়, ছবি নিজের চুল পরীক্ষা করতে থাকেন। জানা যায়, একি মোমবাতি থেকে এই দুর্ঘটনাটি ঘটে।
স্তনের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ছবি। রেডিয়েশন, অস্ত্রোপচারের পর তিনি এখন অনেকটা সুস্থ। স্তন বাদ দিয়ে এখন তিনি পুরোপুরি ক্যানসার মুক্ত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2023 12:42 PM IST