Brahmastra: প্রথম দিনেই বক্স অফিসে সফল 'ব্রহ্মাস্ত্র'! কোটি কোটি টাকার ব্যবসা! বয়কটে কাজ হল না!

Last Updated:

Brahmastra: বক্স অফিসে বাজিমাত করলেন আলিয়া-রণবীর! প্রথম দিনেই কোটি কোটি টাকার আয়! জানুন

#মুম্বই:  মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র । এই ছবিতে রণবীর কাপুর ও আলিয়ার জুটিকে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক। আলিয়া রণবীরের বিয়ের আগেই এই ছবির শ্যুট হয়েছে। এমনকি এই ছবির জন্য নিজেদের বিয়েও পিছিয়ে দিয়েছিলেন আলিয়া রণবীর, এমনটাও শোনা গিয়েছিল। বিয়ের পর এখন সন্তান সম্ভবা আলিয়া। কয়েক মাসেই বাবা মা হবেন রণালিয়া! তার মধ্যেই ব্রহ্মাস্ত্র মুক্তি পেল। কেমন হল এই ছবির বক্স অফিস কালেকশন! মানুষ কী পছন্দ করল?
যদিও এখন ছবি বয়কট একটা হাল ফিলের চল হয়েছে। ডেকে দিলেই হল। এই সব কিছুর মধ্যেই মুক্তি পায় অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। আর প্রথম দিনেই বাজিমাত করেছে 'ব্রহ্মাস্ত্র '! এমন ছবি বলিউডে এর আগে তৈরি হয়নি। এ কথা ছবি মুক্তির আগেই বলেছিলেন পূজা ভাট। অন্যদিকে আলিয়াকে দেখা গিয়েছে গর্ভবতী অবস্থাতেই ছবির প্রচারে যেতে। শুধু আলিয়া নয় এই ছবির জন্য বিভিন্ন জায়গায় সঙ্গে ছিলেন রণবীর কাপুরও। বলা যেতে পারে বহুদিন পর ফের নতুন করে ফিরলেন কাপুর সাহেব। তাও আলিয়ার হাত ধরে। সত্যিই আলিয়া তাঁর জীবন বদলে দিয়েছেন। সে যাই হোক। ফেরা যাক বক্স অফিস কালেকশনে।
advertisement
advertisement
৯ সেপ্টেম্বর মুক্তি পায় 'ব্রহ্মাস্ত্র'! এমন উন্মাদনা ছিল যে, প্রথম শো শুরু হওয়ার আগেই শুধুমাত্র অনলাইন শোগুলির অগ্রিম বুকিং থেকে ১৯.৬৬ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, 'ব্রহ্মাস্ত্র' বক্স অফিসে প্রায় ৩৭ কোটি টাকা ওপেনিং কালেকশন করেছে। এই হিসাব ছবির সর্বভারতীয় আয়ের। 'ব্রহ্মাস্ত্র'-র হিন্দি সংস্করণে আয় ৩২ কোটি। মানে প্রথম দিনেই কোটি কোটি টাকার হিসেব। তবে কোভিডের পর এটাই সব থেকে বেশি বাজেটের ছবি। এর আগে অনেক ছবিই ভাল করেছে, তবে প্রথম দিনে বাজিমাত করেছে এই ছবি। প্রথমদিনে গোটা বিশ্বজুড়ে এই ছবির বক্স অফিস কালেকশন প্রায় ৭৫ কোটি টাকা!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Brahmastra: প্রথম দিনেই বক্স অফিসে সফল 'ব্রহ্মাস্ত্র'! কোটি কোটি টাকার ব্যবসা! বয়কটে কাজ হল না!
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement