রণবীরের ভোলবদল ! ব্যাপারটা কী?

Last Updated:
#মুম্বই: রণবীর কি শুধুই আলিয়া ভাটের সঙ্গে প্রেম করছেন ? নাকি সিনেমায় অল্প স্বল্প অভিনয়ও করছেন ? বলিউড জুড়ে বেশ কয়েক মাস ধরে এরকম গুঞ্জন তো লেগেই রয়েছে৷ একে তো রণবীরের ঝুলিতে বহুদিন হল তেমন কোনও হিট নেই ৷ ‘সঞ্জু’ হিট তো করেই ছিল ৷ কিন্তু তাতে রণবীরের আখেরে লাভ হয়নি !
তাই রণবীরের এবার গোটা কপালটাই তাকিয়ে রয়েছে আয়ান মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর দিকে ৷ একে এই ছবিতে রণবীর জুটি বেঁধেছেন আলিয়া ভাটের সঙ্গে ৷ অন্যদিকে, ছবিতে রয়েছেন বিগ বি অমিতাভ ৷ এত কিছুর পরেও যদি রণবীর বক্স অফিসে হিট না পান, তাহলে আর কিচ্ছুটি করার নেই ৷
Ayan
advertisement
advertisement
সে যাই হোক, আপাতত আয়ানের ব্রহ্মাস্ত্র নিয়ে বলিউডে বেশ শোরগেলা ৷ এই তো কিছুদিন আগে কুম্ভমেলায় প্রায় ১৫০ টি ড্রোনের সাহায্যে আকাশের গায়ে ছড়িয়ে গেল ‘ব্রহ্মাস্ত্র’ লোগো ! আর এবার প্রকাশ্যে এল ছবিতে রণবীর কাপুরের লুক ৷ বড় এলোমেলো চুল ৷ রণবীরের ‘হাঙ্ক’ লুক ! ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছেন রণবীর ! এবার দেখার পালা, ছবিও কি সাড়া ফেলতে পারবে !
বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীরের ভোলবদল ! ব্যাপারটা কী?
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement