Border 2: স্বাধীনতা দিবসের দিনই দেশপ্রেমের আবেগকে উস্কে দিলেন সানি দেওল! প্রকাশ্যে 'বর্ডার ২'-এর পোস্টার, কবে মুক্তি জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Border 2: স্বাধীনতা দিবসের দিনই বর্ডার ২-এর মুক্তির তারিখ জানালেন বলি স্টার সানি দেওল৷ দেশপ্রেমের আবেগকে উস্কে দিয়ে হিট ছবির দ্বিতীয় পর্ব নিয়ে কী কী বললেন তিনি জানুন...
মুম্বই: সামনে সুসজ্জিত পাকিস্তানের বিশাল সেনা বাহিনি৷ জবাবে ভারতের মোটে শ-খানেক সেনা৷ সানি দেওয়ালের নেতৃত্বে সেই যুদ্ধ জয় করেছিল ভারত৷ সেই সঙ্গে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া বর্ডার জায়গা করে নিয়ে ভারতের মানুষের মনে৷
তবে চমকটা তোলা ছিল ১৫ অগাস্টের জন্য৷ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে সানি দেওল দেশপ্রেমের আবেগ উসকে দিয়ে প্রকাশ করলেন ‘বর্ডার ২’-এর প্রথম পোস্টার। ১৯৯৭ সালের ক্লাসিক ছবির সিক্যুয়েলে তিনি তাঁর আইকনিক ভূমিকায় ফিরছেন। ছবিটি মুক্তি পাবে ২২ জানুয়ারি ২০২৬-এ, প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে। অর্থাৎ আরও একবার পাকিস্তানকে দাওয়াই দেওয়ার ছবি প্রস্তুত৷
advertisement
advertisement
কবে আসছে এই সিনেমা? নতুন পোস্টার প্রকাশের পাশাপাশি দেশের সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সানি দেওল ঘোষণা করেন, ১৯৯৭ সালের ক্লাসিকের এই প্রতীক্ষিত সিক্যুয়েল ২২ জানুয়ারি ২০২৬-এ মুক্তি পাবে, প্রজাতন্ত্র দিবসের দীর্ঘ সপ্তাহান্তে।
advertisement
পোস্টারে ঠিক কী কী রয়েছে? সেখানে দেখা গিয়েছে সানি দেওলকে তাঁর আইকনিক সেনা-অবতারে, সামনের সারিতে দাঁড়িয়ে বাজুকা ছুঁড়ছেন। পোস্টার শেয়ার করে তিনি লেখেন, “হিন্দুস্তানের জন্য লড়ব… আবার একবার! #Border2 মুক্তি পাচ্ছে ২২ জানুয়ারি ২০২৬-এ #HappyIndependenceDay!”
advertisement
বর্ডারের প্রথম পর্বটি ছিল তারকা খচিত৷ সুনীল শেট্টি, অক্ষয় খান্নাদের মতো তারকারা মন-হৃদয় ছুঁয়ে নিয়েছিলেন৷ যা খবর তাতে, বর্ডার ২-তেও তারকার কমতি নেই৷ অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’-এ থাকছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠি, মেধা রানা, মোনা সিং এবং সোনম বাজওয়াদের মতো তারকারা।
বর্ডার ২ নিয়ে প্রযোজক ভূষণ কুমার এক বিবৃতিতে বলেন, “বর্ডার শুধুমাত্র একটি ছবি নয় — এটি প্রতিটি ভারতীয়ের কাছে একটি আবেগ। বর্ডার ২-এর মাধ্যমে আমরা সেই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। নতুন মুক্তির তারিখ দর্শকদের আরও সময় দেবে, যাতে তারা প্রজাতন্ত্র দিবসের দীর্ঘ সপ্তাহান্তে একসাথে প্রেক্ষাগৃহে ছবিটি উপভোগ করতে পারেন।”
advertisement
advertisement
ডেডলাইনকে দেওয়া সাক্ষাৎকারে বর্ডার ২-এর পরিচালক অনুরাগ সিং স্বাধীনতা দিবসে ছবির ঘোষণা করাকে “প্রতীকী” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এই দিন আমাদের স্বাধীনতার জন্য সৈনিকদের ত্যাগের কথা মনে করিয়ে দেয়, যেমন আমাদের ছবিটিও করে। তাঁদের অদম্য মনোবলকে এই গল্পের মাধ্যমে সম্মান জানানো আমাদের জন্য গর্ব ও সৌভাগ্যের বিষয়।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 10:41 PM IST