হোম /খবর /বিনোদন /
প্রশ্নের মুখে বনি-কৌশানির প্রোডাকশন হাউজ! সিনেমাতেও ঢুকেছিল টাকা? কী বললেন নায়ক

Bonny Sengupta-TET Scam: প্রশ্নের মুখে বনি-কৌশানির প্রোডাকশন হাউজ! সিনেমাতেও ঢুকেছিল টাকা? কী বললেন নায়ক

বনি-কৌশানি এবং কুন্তল

বনি-কৌশানি এবং কুন্তল

Bonny Sengupta-TET Scam: বনি সংবাদমাধ্যমকে জানান, ২০১৭ সালে একজন ইভেন্ট অর্গানাইজার হিসাবে বনির সঙ্গে যোগাযোগ করেছিলেন টেট দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তল ঘোষ।

  • Share this:

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার যুক্ত হল টলিউডের অভিনেতা বনি সেনগুপ্তর নাম। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি থেকেই অভিনেতা বনি সেনগুপ্তর নাম পেয়েছেন গোয়েন্দারা। তাহলে কি টলি নায়কের সঙ্গেও টাকার লেনদেন হয়েছিল কুন্তলের? অভিযোগ, বনিকে নাকি লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই হয়েছিল সেই লেনদেন। তবে কি বনির সিনেমাতেও সেই টাকার অংশ রয়েছে, প্রশ্ন উঠছে টলিউডের অন্দরে।

বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে ১০ মিনিটে হাল্কা গোলাপি রঙের স্ট্রাইপ কুর্তা পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন বনি। ইডি-র দফতর থেকে লাঞ্চ ব্রেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সাবলীলভাবেই কথা বললেন অভিনেতা। কিছু দিন আগেই নতুন প্রোডাকশন হাউজ (বিকে এন্টারটেইনমেন্ট) খুলেছেন অভিনেতা বনি সেনগুপ্ত এবং তাঁর বান্ধবী কৌশানি মুখোপাধ্যায়। তাঁদেরই প্রথম ছবি ‘ডাল বাটি চুরমা (চচ্চড়ি)’। তাই এবার প্রশ্নের মুখে বনি-কৌশানির প্রোডাকশন হাউজ। এই বিষয়ে প্রশ্ন করা হলে বনি জানান, ২০১৯ সালেই শেষ বার তাঁর সঙ্গে কথা হয়েছিল কুন্তলের। তার পরে আর কোনও যোগাযোগ হয়নি।

আরও পড়ুন: 'কোনও দুর্নীতিতে যুক্ত নই', ED-র দফতরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া বনি সেনগুপ্তর

বনি সংবাদমাধ্যমকে জানান, ২০১৭ সালে একজন ইভেন্ট অর্গানাইজার হিসাবে বনির সঙ্গে যোগাযোগ করেছিলেন টেট দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। অভিনেতা জানান, সেই অনুষ্ঠান চলাকালীনই তাঁর সঙ্গে প্রথমবার পরিচয় হয় কুন্তলের। তবে সেই সময় তিনি কুন্তল সম্পর্কে কোনও ব্যাকগ্রাউন্ড চেক করেননি।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র

ওই অনুষ্ঠানের পরে একসময় সিনেমায় টাকা নিয়োগ করার ইচ্ছে জানিয়ে তাঁর কাছে আসেন কুন্তল। সেই সময় পূর্ব পরিচিতির বিশ্বাসযোগ্যতা থেকেই তাঁর প্রস্তাবে প্রাথমিক ভাবে রাজি হন তিনি। বনি জানান, সেই সময় কুন্তল তাঁকে গাড়ি কেনার জন্য কিছু টাকাও দেন। পরে অবশ্য বিভিন্ন পুজো উদ্বোধনের মতো ইভেন্টে গিয়ে সেই টাকা পুষিয়ে দিয়েছিলেন তিনি।

Published by:Teesta Barman
First published:

Tags: Bonny Sengupta, Koushani Mukherjee