কাশ্মীর নিয়ে ট্যুইটারে পোস্ট জাইরা ওয়াসিমের, যা বললেন তিনি...

Last Updated:
#নয়াদিল্লি: কাশ্মীর ইস্যু নিয়ে উত্তাল গোটা দেশ ৷ সোমবার সকাল থেকেই ওই একই ইস্যুতে সরগরম ছিল সংসদের উভয় কক্ষই ৷ আর এ দিন রাজ্যসভায় ৩৭০ ধারা তুলে দেওয়ার কথা সংসদে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মাঝে কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খুললেন প্রাক্তন অভিনেত্রী জ়াইরা ওয়াসিম। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ৪ অগস্ট গভীর রাতে বছর আঠেরোর জাইরা লেখেন, ‘ এ ও একদিন কেটে যাবে’। পাশে ‘হ্যাশ ট্যাগ’ দিয়ে লেখেন ‘কাশ্মীর’।
কিছুদিন আগে এই বলি অভিনেত্রীর একটি পদক্ষেপ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল ৷ ধর্মীয় কারণ দেখিয়ে অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী ৷ পোস্টে তিনি লিখেছিলেন, ফিল্মি কেরিয়ার তাঁর বিশ্বাস এবং ধর্মের মাঝখানে এসে দাঁড়িয়েছে এবং সে কারণেই তিনি অভিনয় ছাড়ছেন। সেই পোস্টে জাইরা আরও বলেছিলেন, ‘অসচেতন ভাবে আমি আমার ইমান (বিশ্বাস)-এর থেকে বেরিয়ে এসেছি।
advertisement
কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ইমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল”। জাইরার এই সিদ্ধান্তে বলি-মহলের কেউ কেউ যেমন তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন আবার কেউ কেউ ‘অকৃতজ্ঞ’ বলতেও ছাড়েননি। এ বার কাশ্মীর ইস্যুতে মুখ খুললেন জাইরা ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
কাশ্মীর নিয়ে ট্যুইটারে পোস্ট জাইরা ওয়াসিমের, যা বললেন তিনি...
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement