বাধা হয়ে দাঁড়াচ্ছে ধর্ম ! বলিউডকে বিদায় জানালেন 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম

Last Updated:
#মুম্বই: আমির খানের সঙ্গে 'দঙ্গল' ছবি দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন জায়রা ওয়াসিম। 'দঙ্গল' ছবিতে আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাঁকে। এই ছবির জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পান। কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বলিউডে আর কাজ করতে চান না। মাত্র ৫ বছর হয়েছে তিনি বলিউডে কাজ শুরু করেছেন। এর মধ্যেই কাজ ছেড়ে দিতে চান তিনি। ১৪ বছর বয়সে সিনেমায় অভিনয় করা শুরু করেন তিনি। এর পর আমিরের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল 'সিক্রেট সুপারস্টার' ছবিতেও। কিন্তু কি এমন হল যে তিনি কাজ করবেন না বলছেন?
সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেন যেখানে তিনি বলিউডে কাজ না করার কথা বলেছেন। তিনি লেখেন, "পাঁচ বছর আগে যেই সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আমার জীবন বদলে দিয়েছে। আমি পাঁচ বছর আগে, বলিউডে পা রাখি। আমার বলিউডে কাজ নিয়ে কোনও আক্ষেপ নেই। কিন্তু আমি আর এখানে কাজ করতে পারব না। পাঁচ বছর আগে একটা সিদ্ধান্ত নিই আমি যেটা আমার জীবন বদলে দেয়, বলিউডে পা রাখার জন্য জনপ্রিয়তার দরজা খুলে যায়। মানুষের পছন্দের তালিকায় চলে আসি আমি। যুবসমাজের প্রতীক হিসাবেও আমাকে নানাদিক দিয়ে চিহ্নিত করা হয়। আমার এই যাত্রা অনেক মুশকিলে ভরা ছিল, আমি আমার অন্তরআত্মার সাথে লড়েছি ওই দিন গুলোতে। ছোট জীবনে এত বড় লড়াই আমি লড়তে পারব না। আমি সবেমাত্র নিজের চিন্তাভাবনা প্রকাশ করা শুরু করেছিলাম কিংবা কাজ করছিলাম কিন্ত এখন মনে হচ্ছে এই জায়গাটা আমার জন্য নয়। এটা ভালোবাসার জায়গা ছিল কিন্তু তাঁর মাঝেও অনেকে আমাকে আলাদা করে রেখেছেন। কিন্তু নিজের কাজ চালানোর আমি যতই চেষ্টা করি এই পথে বাঁধা হয়ে দাঁড়ায় আমার ধর্ম। আর এই জন্য বলিউড থেকে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি।"---
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাধা হয়ে দাঁড়াচ্ছে ধর্ম ! বলিউডকে বিদায় জানালেন 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement