ছেলেদের থেকে গিটার চেয়ে হিন্দি গান গেয়ে ভাইরাল চালচুলোহীন ভিখারি যুবতী

Last Updated:

যুবতী গিটার বাজিয়ে 'বাতে দিল কি নজরো নে কি'-এর মতো একের পর এক গান গেয়ে গেলেন।

#মুম্বই: রাণু মণ্ডল গান গাইতেন রানাঘাট স্টেশনে।  তাঁর গানের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই রাতারাতি ভাইরাল রাণু। রানাঘাট থেকে সোজা মুম্বইয়ের স্টুডিয়ো। গান গেয়ে  এখন তিনি সেলেব। তবে শুধু রাণু নয় আমাদের দেশে এমন অনেক প্রতিভা আছে। যারা অনেক সময় রিয়েলিটি শোয়ের মাধ্যমে সামনে আসেন। তবে সবার সেই সুযোগ হয় না। পরিবেশ বা পরিস্থিতি মানুষের প্রতিভাকে সামনে আসতে দেয় না অনেক সময়।
ঠিক যেভাবে বান্দ্রার এই ভিখারিনি মহিলার সঙ্গ দেয়নি তাঁর ভাগ্য। তবে ভাগ্যকে চোখে চোখ মিলিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই যুবতী। বান্দ্রা ফোর্টের সামনে কয়েকজন যুবক গিটার বাজিয়ে গান করছিল। সেখানে হঠাৎই আসে এক মহিলা। সে এসে বলতে থাকে, " দাদা আমাকে একটু গান করতে দাও না।" কিন্তু তাঁকে পাত্তা না দিয়ে সরিয়ে দিতে চায় যুবকরা। তবে মহিলাও নাছোরবান্দা। তাঁর কাছে অবশেষে হার মানে ছেলেরা। তাঁকে গিটার দিয়ে গান করতে দেয় তারা। এরপর যা ঘটলো তা সত্যিই অবিশ্বাস্য। যুবতী গিটার বাজিয়ে 'বাতে দিল কি নজরো নে কি'-এর মতো একের পর এক গান গেয়ে গেলেন। রাস্তার পথ চলতি মানুষ সবাই দাঁড়িয়ে গেলেন তাঁর গান শুনতে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছেলেদের থেকে গিটার চেয়ে হিন্দি গান গেয়ে ভাইরাল চালচুলোহীন ভিখারি যুবতী
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement