Yo Yo Honey Singh: একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক! যৌন নির্যাতনের অভিযোগে হানি সিংয়ের বিরুদ্ধে আদালতে স্ত্রী
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
শালিনী (Shalini Talwar) এবং হানি সিংয়ের (Honey Singh) সম্পর্ক ২০ বছরের। ২০১১ সালে তাঁরা শিখ রীতি অনুযায়ী দিল্লির ফার্ম হাউজে বিয়ে করেন।
#মুম্বই: র্যাপ গায়ক হানি সিংয়ের (Honey Singh) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ স্ত্রী শালিনী তলওয়ার (Shalini Talwar) । দিল্লির তিস হাজারি কোর্টে হানি সিং-এর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার (Domestic Violence) মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার। যার জেরে আগামী ২৮ অগস্টের মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হানি সিংকে জবাবদিহি করতে বলেছেন। যৌন হেনস্থা, মানসিক নির্যাতন, ও আর্থিক ভাবে নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন হানি সিং-এর স্ত্রী শালিনী। মঙ্গলবার আইনজীবী সন্দীপ কাপুর, অপূর্ব পাণ্ডে এবং জিজি কাশ্যপ শালিনী তলওয়ারের তরফে আদলতে উপস্থিত ছিলেন।
২০১৪ সালে প্রথমবার রিয়্যালিটি শো ‘রকস্টার’-এর একটি পর্বে দর্শকদের সঙ্গে স্ত্রী শালিনী তলওয়ারের পরিচয় করিয়ে দেন হানি সিং। তার আগে অনেকেই জানতেন না যে, হানি সিং বিবাহিত । অনেকেই অবাক হয়ে যান । জানা যায়, শালিনী এবং হানি সিংয়ের সম্পর্ক ২০ বছরের। ২০১১ সালে তাঁরা শিখ রীতি অনুযায়ী দিল্লির ফার্ম হাউজে বিয়ে করেন। সে বছরই ‘ককটেল’ ছবিতে ‘আংরেজি বিট’ গানটি ছিল হানির জনপ্রিয়তার চাবিকাঠি। পরবর্তীকালে সুপারহিট হয় হানি সিংয়ের গাওয়া একাধিক র্যাপ গান। ‘ব্লু আইজ’, ‘হাই হিল’ 'লুঙ্গি ডান্স;-এর মতো একাধিক হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের।
advertisement
আগামী ২৮ অগস্টের মধ্যে র্যাপার-গায়ককে তাঁর বয়ান আদালতের সামনে জমা দিতে হবে। এবং আপাতত হানি সিং ও শালিনীর নামে যে সমস্ত সম্পত্তি রয়েছে তা বিক্রি করা যাবে না।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2021 9:09 AM IST