Priyanka Chopra: বয়স হলে কেউ কাজ দেবে না, প্রিয়াঙ্কাকে রোজগারের অন্য পথ দেখিয়েছিলেন খোদ তাঁর মা মধু!

Last Updated:

মায়ের সঙ্গে এ হেন স্পষ্ট কথোপকথনের পরে তাঁর (Priyanka Chopra) চোখ খুলে যায়! শুরু হয় চিন্তা- বিকল্প রোজগারের পথ কী হতে পারে?

#ক্যালিফোর্নিয়া: এ আর বেশি কথা কী! প্রবাদেই তো আছে- দেহপট সনে নট সকলই হারায়! কথাটা আজকের সময়েও সমান ভাবে প্রাসঙ্গিক, বিশেষ করে নায়িকাদের ক্ষেত্রে। আজকাল পুরনো সময়ের অনেক নায়িকাই চুটিয়ে অভিনয় করে চলেছেন বটে বলিউডের রুপোলি পর্দায়, তবে তা বেশির ভাগ সময়েই পার্শ্বচরিত্রে। এরই বিপরীতে ওই পুরনো নায়করা এখনও রোম্যান্স করেন হাঁটুর বয়সের নায়িকার সঙ্গে! জানা গিয়েছে যে বিনোদন দুনিয়ার এই অস্বস্তিকর অথচ বাস্তব দিকটা সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের (Priyanka Chopra Jonas) চোখ খুলে দিয়েছিলেন তাঁর মা ড. মধু চোপড়া (Madhu Chopra)!
"৩০ বছর বয়স তো হল! ওই নায়কেরা কিন্তু এবার আর তোমার সঙ্গে অভিনয় করতে চাইবে না, সবাই চায় বছর তুড়ির নায়িকা! ওদিকে, বয়স তো আর থেমে থাকবে না। ফলে, পরে আর যখন অভিনয়ের কাজ পাবে না, তখন কী করবে? এখনই তোমার বিকল্প একটা রোজগারের পথ খুঁজে বের করা উচিত", ঠিক এই কথাগুলোই বলেছিলেন মা তাঁকে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন নায়িকা।
advertisement
তাঁর দাবি- তিনি নিজে যে এই কথা জানতেন ন না, তা নয়, তবে মায়ের সঙ্গে এ হেন স্পষ্ট কথোপকথনের পরে তাঁর চোখ খুলে যায়! শুরু হয় চিন্তা- বিকল্প রোজগারের পথ কী হতে পারে? প্রিয়াঙ্কা জানিয়েছেন যে এই প্রয়োজনের তাগিদেই জন্ম নিয়েছিল তাঁর প্রযোজনা সংস্থা পার্পল পেবল পিকচার্স (Purple Pebble Pictures)। সেই শুরু, তার পর আর প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থা ঘুরে দাঁড়ায়নি!
advertisement
advertisement
নয় নয় করেও নানা আঞ্চলিক ভাষায় ১২টি ছবি প্রযোজনা করছে পার্পল পেবল পিকচার্স, তার মধ্যে বেশ অনেকগুলোই পুরস্কার পেয়েছে জাতীয় স্তরেও। আবার রামিন বাহরানি (Ramin Bahrai) পরিচালিত দ্য হোয়াইট টাইগার (The White Tiger) ছবিরও অংশত প্রযোজনা করেছিলেন প্রিয়াঙ্কা অভইনয়ের পাশাপাশি, সেটা কিন্তু অভিনয় জগতের সেরা পুরস্কার অস্কার ঝুলিতে ভরেছে!
এই জন্যেই বলে- মায়ের কথা শুনলে আখেরে সব সময়ে ভালোই হয়!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra: বয়স হলে কেউ কাজ দেবে না, প্রিয়াঙ্কাকে রোজগারের অন্য পথ দেখিয়েছিলেন খোদ তাঁর মা মধু!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement