corona virus btn
corona virus btn
Loading

‘বন্ধ হোক হিংসা-অশান্তি, সবাই মিলেই করোনাকে জয় করতে হবে...’ শেষ ট্যুইট ঋষি কাপুরের

‘বন্ধ হোক হিংসা-অশান্তি, সবাই মিলেই করোনাকে জয় করতে হবে...’ শেষ ট্যুইট ঋষি কাপুরের
File Photo

‘‘আমাদের সবাই মিলেই করোনাভাইরাসকে জয় করতে হবে ৷ জয় হিন্দ !’’- ঋষি কাপুর

  • Share this:

#মুম্বই: ইরফান খানের পর এবার ঋষি কাপুর ৷ ভারতীয় ফিল্ম জগতের আরও এক নক্ষত্র পতন ৷ বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর ৷ শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ঋষি। বিদেশে এক টানা চিকিৎসার পর গত বছর দেশে ফেরেন তিনি। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ঋষি কাপুর। সংবাদসংস্থার খবর, বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় এইচ এন রিলায়েন্স হাসপাতালে ফের ভর্তি করা হয় অভিনেতাকে। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি ৷ আজ, বৃহস্পতিবার সকালেই মৃত্যু হয় ঋষি কাপুরের ৷

করোনার জেরে এখন গোটা দেশ লকডাউনে ৷ অনেক সমস্যার মধ্যেই দিন কাটাতে হচ্ছে দেশবাসীকে ৷ কিছু কিছু জায়গায় বিক্ষোভ, অশান্তির খবরও পাওয়া যাচ্ছে ৷ লকডাউনের মধ্যে দেশবাসীকে শান্ত থাকারই বার্তা নিজের শেষ ট্যুইটে দিয়েছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ৷ তিনি লিখেছিলেন, ‘‘ সব মানুষের কাছে আমার একটাই আবেদন ৷ দয়া করে কেউ হিংসা ছড়াবেন না ৷ কাউকে মারধর বা পাথর ছোঁড়াছুড়ি করবেন না ৷ ডাক্তার, নার্স ,স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীরা নিজেদের জীবনকে বাজি রেখে আপনাদের জীবন রক্ষার কাজে নেমেছেন ৷ আমাদের সবাই মিলেই করোনাভাইরাসকে জয় করতে হবে ৷ জয় হিন্দ !’’

First published: April 30, 2020, 11:33 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर