‘বন্ধ হোক হিংসা-অশান্তি, সবাই মিলেই করোনাকে জয় করতে হবে...’ শেষ ট্যুইট ঋষি কাপুরের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
‘‘আমাদের সবাই মিলেই করোনাভাইরাসকে জয় করতে হবে ৷ জয় হিন্দ !’’- ঋষি কাপুর
#মুম্বই: ইরফান খানের পর এবার ঋষি কাপুর ৷ ভারতীয় ফিল্ম জগতের আরও এক নক্ষত্র পতন ৷ বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর ৷ শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ঋষি। বিদেশে এক টানা চিকিৎসার পর গত বছর দেশে ফেরেন তিনি। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ঋষি কাপুর। সংবাদসংস্থার খবর, বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় এইচ এন রিলায়েন্স হাসপাতালে ফের ভর্তি করা হয় অভিনেতাকে। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি ৷ আজ, বৃহস্পতিবার সকালেই মৃত্যু হয় ঋষি কাপুরের ৷
An appeal 🙏 to all brothers and sisters from all social status and faiths. Please don’t resort to violence,stone throwing or lynching. Doctors,Nurses,Medics, Policemen etc..are endangering their lives to save you. We have to win this Coronavirus war together. Please. Jai Hind!🇮🇳
— Rishi Kapoor (@chintskap) April 2, 2020
advertisement
advertisement
করোনার জেরে এখন গোটা দেশ লকডাউনে ৷ অনেক সমস্যার মধ্যেই দিন কাটাতে হচ্ছে দেশবাসীকে ৷ কিছু কিছু জায়গায় বিক্ষোভ, অশান্তির খবরও পাওয়া যাচ্ছে ৷ লকডাউনের মধ্যে দেশবাসীকে শান্ত থাকারই বার্তা নিজের শেষ ট্যুইটে দিয়েছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ৷ তিনি লিখেছিলেন, ‘‘ সব মানুষের কাছে আমার একটাই আবেদন ৷ দয়া করে কেউ হিংসা ছড়াবেন না ৷ কাউকে মারধর বা পাথর ছোঁড়াছুড়ি করবেন না ৷ ডাক্তার, নার্স ,স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীরা নিজেদের জীবনকে বাজি রেখে আপনাদের জীবন রক্ষার কাজে নেমেছেন ৷ আমাদের সবাই মিলেই করোনাভাইরাসকে জয় করতে হবে ৷ জয় হিন্দ !’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2020 11:15 AM IST