বাংলায় কথা বলতে গিয়ে নাজেহাল আলিয়া-বরুণ! দেখুন মজার ভিডিও...

Last Updated:
#মুম্বই:  ১৭ এপ্রিল মুক্তি পাবে করন জোহার প্রযোজিত ছবি 'কলঙ্ক'। এই ছবির ট্রেলার নিয়ে দর্শকের মাতামাতি সবচেয়ে বেশি। ছবির ঝা চকচকে সেট দেখলে সত্যি মাথা খারাপ হয়ে যাচ্ছে। করনের সেট দেখে মনে হচ্ছে যেন বনশালি সাহেবের সেট। এই রকম সেটে ক্যামেরা নিয়ে ঘুরলেই একটা ছবি তৈরি হয়ে যাবে। তার উপর এই ছবিতে রয়েছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, সোনাক্ষি সিনহা। মাধুরীকে দেখলে চোখ ফেরানো যাবে না, এতটাই মোহময়ী লাগছে তাঁকে। অবৈধ প্রেমের গল্প বলবে এই ছবি।
তাঁর আগেই কলকাতার ছেলে কিরণের শো 'বং গাই' তে ধরা দিলেন আলিয়া-বরুণ। বং গাই ওরফে কির‍ণ এখন কলকাতার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার। তিন বছর ধরে শো চালিয়ে আজ বং গাই নিজের জায়গা করে নিয়েছেন। বাড়ির লোকের অমতে গিয়ে ফোনের ক্যামেরা দিয়েই চালাতেন ইউটিউব শো। তাঁর শোতেই ছবির প্রচারে এলেন আলিয়া ও বরুণ। তারপর যা হল তা দেখলে হাসি থামাতে পারবেন না। বাংলায় পাখি পাকা পেঁপে খায়, থেকে জলে চুন তাজা তেলে চুল তাজা বলা শিখলেন তাঁরা। নিজেরাই দেখে নিন সেই ভিডিও।---
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলায় কথা বলতে গিয়ে নাজেহাল আলিয়া-বরুণ! দেখুন মজার ভিডিও...
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement