শিল্পা শেঠির আবদার শুনে মাথা ঘুরে গেল তাঁর স্বামীর ! দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
রাজের কাছে আইফোন এক্স, আর দু চারটে দামী গাড়ি চাইলেন। যা শুনে হার্ট অ্যাটাক হওয়ার জোর কুন্দ্রা সাহেবের।
#মুম্বই: টিকটকে ভিডিও শেয়ার করেন না? ও জানেনই না টিকটক কি ! তাহলে মশাই আপনি অনেক পিছিয়ে আছেন। আরে টিকটক হল আজকের ছেলেমেয়েদের কাছে সব থেকে বড় জায়গা। যেখানে তারা নানা রকম ভিডিও শেয়ার করেন। অভিনয় করে নিজেদের ট্যালেন্ট সকলের সামনে তুলে ধরে। তবে শুধু সাধারণ মানুষ নয় এই লিস্টে নাম আছে সেলেবদেরও। বলি থেকে টলি সেলেবরা নিজেদের ভিডিও শেয়ার করেন টিকটকে।
এবার এই লিস্টে নাম লেখালেন শিল্পা শেঠি। সলমন খান ও ভাগ্যশ্রী অভিনীত ছবি 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির সুপারহিট গানে তিনি অভিনয় করলেন। সঙ্গে নিলেন নিজের স্বামী রাজ কুন্দ্রাকে। রাজ কুন্দ্রা ব্যবসায়ী। শিল্পা এই গানের মধ্যেই রাজের কাছে আইফোন এক্স, আর দু চারটে দামী গাড়ি চাইলেন। যা শুনে হার্ট অ্যাটাক হওয়ার জোর কুন্দ্রা সাহেবের। তবে এই ভিডিও শেয়ার হতেই একদিনে শিল্পার ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন হয়ে যায়। এরপর শিল্পা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার করে লেখেন, " এইটা কলিযুগ তাই গানটা বদলে তো যাবেই। আমি বিশ্বাস করতে পারছিনা একদিনে টিকটকে আমার ১ মিলিয়ন ফলোয়ার হয়ে গিয়েছে।" এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2019 11:08 PM IST