#মুম্বই: লাল শাড়িতে জাহ্নবী কাপুর। সোশ্যাল মিডিয়ায় করলেন ছবি পোস্ট। লাল শাড়িতে তাঁকে হুবহু তাঁর মা শ্রীদেবীর মতোই দেখতে লাগছে। জাহ্নবী গিয়েছিলেন এই শাড়ি পরে একটি শোতে। সেখানে উপচে পড়ছিল ফোটোগ্রাফারদের ভির। বাবা বনি কাপুরের সঙ্গে বিশেষ মুহূর্তে দেখা গেল তাঁকে।
শ্রীদেবীর মৃত্যুর পর বাবা বনি কাপুর তাঁর দুই মেয়ের সব থেকে কাছের মানুষ। মেয়েদের সব কিছু তাঁকেই সামলাতে হয়। কিন্তু শোতে গিয়ে লাল শাড়িতে জাহ্নবীকে দেখে শ্রীদেবীর কথাই মনে পড়ে গেল। মেয়েকে যত্নে কাছে টেনে নিলেন বনি কাপুর। তুললেন ছবি। তিনি তাঁর দুই মেয়েকে প্রাণ দিয়ে আগলে রেখেছেন। জাহ্নবীও তাঁর মায়ের মতো কাজ করুক সেই স্বপ্নই দেখেন বনি কাপুর। তবে এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
View this post on InstagramJanhvi Kapoor and Boney Kapoor are an adorable father-daughter duo. Don't you agree?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Boney Kapoor, Janhvi Kapoor