সত্যিই কি ধর্মের জন্য বলিউড ছাড়ছেন জায়রা ? পড়ুন নতুন পোস্টে কি লিখলেন তিনি

Last Updated:
#মুম্বই: বলিউডের ছবি 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম ৩০শে জুন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে জায়রা লিখেছেন যে তিনি আর বলিউডের ছবিতে কাজ করতে চান না। ৫ বছর কাজ করেই তিনি বলিউডকে বিদায় জানাতে চান। কারণ তাঁর ধর্ম তাঁর কাছে আগে। জায়রা তাঁর বলিউডের অভিনয় জীবনকে অনায়াসে ত্যাগ করার কথাও লেখেন। টাকা পয়সা ফ্রেম সব কিছু কেই জায়রা ত্যাগ করতে চেয়ে পোস্ট করেন। তিনি অন্য কিছু করতে চান। যেখানে তাঁর ধর্ম তাঁর কাজের পথে বাধা না হয়। এই পোস্টের পর বলিউডের রবীনা ট্যান্ডন, সিদ্ধার্থ মালহোত্রা ও আরও অনেক সেলেব্রিটিই প্রতিবাদ জানান। অনেকে এও বলেন জায়রার সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট করা হয়েছে। এই নিয়ে কাল থেকেই চলছে জল্পনা। তবে জায়রা আমির খানের হাত ধরেই অভিনয় শুরু করেন। আমির এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
তবে জায়রা কি সত্যিই ওই পোস্ট করেছেন? এই দ্বন্দ কাটালেন জায়রা নিজেই। তিনি আজ আরও একটা পোস্ট করে জানান, " আমি সবাইকে পরিস্কার করে জানাতে চাই, যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি। আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি নিজেই হ্যান্ডেল করছি। তাই দয়া করে আমার অ্যাকাউন্ট হ্যাকের ভুল খবর ছড়াবেন না। ধন্যবাদ।" জায়রার এই পোস্টের পর থেকে তাঁর সম্প্রদায়ের অনেক মানুষ তাঁকে বাহবা জানাতে শুরু করেন। তবে বলিউডের কেউ এই বিষয়টাকে ভাল চোখে দেখছেন না।----
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
সত্যিই কি ধর্মের জন্য বলিউড ছাড়ছেন জায়রা ? পড়ুন নতুন পোস্টে কি লিখলেন তিনি
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement