বন্ধুর চ্যালেঞ্জ মেনে নিজের টিন্ডার অ্যাকাউন্টের ছবি পোস্ট করলেন প্রীতি ! দেখুন ছবি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
টিন্ডারে নিজের প্রোফাইল খুললেন প্রীতি ? প্রীতির এক বন্ধু তাঁকে চ্যালেঞ্জ করেন। এবং সেই চ্যালেঞ্জ মেনে নেন তিনি।
#মুম্বই: প্রীতি জিন্টা আজকাল বিয়ে সেরে সারা সবয়টা বিদেশেই কাটান। সিনেমার কাজ তেমন কিছু নেই তাঁর হাতে। কিন্তু তাতে কি ! প্রীতি দিব্যি আছেন নিজের জগতে। তবে আজকাল তিনি নিজের অনেকটা সময় কাটান ঘুরে ও জীবজন্তুদের সঙ্গে। তাঁর নিজের পোষ্য কুকুরটির সঙ্গেও তাঁকে অনেক ভিডিও পোস্ট করতে দেখা যায়। প্রীতি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। বিশেষ করে ইনস্টাগ্রামে।
তাই বলে টিন্ডারে নিজের প্রোফাইল খুললেন প্রীতি ? না, তিনি অ্যাকাউন্ট খোলেননি। সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ড চলছে। নিজের চারটে ছবিকে এক সঙ্গে জুড়ে পোস্ট করতে হবে। সেখানে আপনি টিন্ডার অ্যাকাউন্ট খুললে নিজের কোন ছবিটা দেবেন, সেটাও থাকবে ফেসবুক, ইনস্টার সঙ্গে। প্রীতির এক বন্ধু তাঁকে চ্যালেঞ্জ করেন। এবং প্রীতি সেই চ্যালেঞ্জ মেনে নেন। তারপরই নিজেকে টিন্ডারে ঠিক কেমন দেখতে চান, সেই ছবি পোস্ট করেন তিনি।
advertisement
View this post on InstagramRiding on the social media trends like a boss! 😍😘😊 #DollyPartonChallenge #ting
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2020 7:33 PM IST