#মুম্বই: স্বপ্না চৌধুরি নিজের নাচের জন্য বিহার থেকে শুরু করে উত্তর প্রদেশ, ছত্তিশগড় সব জায়গাব বিখ্যাত। স্বপ্নার স্টেজে উঠে গান ও নাচের মধ্যে আলাদা একটা মজা আছে। রিয়ালিটি শোতে অংশ নেওয়ার পর থেকে স্বপ্নাকে এখন সকলেই চেনে। কিন্তু স্বপ্না নিজের নাচ ছাড়তে চান। কারণ এই নাচ দিয়েই মানুষ তাঁকে চিনেছে।
সম্প্রতি হরিয়ানাতে তাঁর একটা নাচের শো ছিল। সেখানে স্বপ্না গাইছিলেন এলকটা গান যার লিরিক ছিল,'হরিয়ানা মে বানা দু তেরি খাতির তাজ.. মেয় তেরা শেহজাদা, তু মেরি মুমতাজ।' এই গান ও নাচে সকলে পাগল হয়ে যান। তারপর এই নাচের পর লোকজন বলতে থাকে হরিয়ানায় এবার তাজমহল হবে। আর স্বপ্না আমাদের মুমতাজ। স্বপ্না যে খুব অসাধারণ নাচ করেন তা কিন্তু না। তবে তাঁর চোখে মুখে নাচের সময় এক অদ্ভুত আবেদন ফুটে ওঠে। যার জন্য সকলে তাঁকে পছন্দ করে। দেখুন সেই নাচ---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Mumbai, Swapna chowdhury