Tapsee Pannu: তাপসীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভয় পেয়েছিলেন বিক্রান্ত? কিন্তু কেন, স্পষ্ট জবাব অভিনেতার

Last Updated:

ছবিতে নাকি তাপসীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভয় পেয়েছিলেন বিক্রান্ত।

#মুম্বই: সম্প্রতি নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে তাপসী পান্নু (Tapsee Pannu) ও বিক্রান্ত মাসে (Vikrant Massey) অভিনীত ছবি 'হাসিন দিলরুবা' (Hasin Dilruba)। ছবিতে নাকি তাপসীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভয় পেয়েছিলেন বিক্রান্ত। এক সংবাদমাধ্য়মের সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এবার এই মন্তব্য নিয়েই মুখ খুললেন বিক্রান্ত।
বিক্রান্তের মতে, ওই সাক্ষাৎকারে বিশেষ করে তাপসীর ওই মন্তব্যটিকে তুলে ধরা হয়েছে হেডিং হিসেবে। আর তার পিছনের উদ্দেশ্য হলো 'ক্লিকবেট'। তাপসী মজা করেই কথা‌টা বলেছে বলে দাবি তাঁর। বিক্রান্তের কথায় তাপসী একজন প্রাণোচ্ছল মানুষ যিনি ৫ মিনিটের বেশি চুপ করে থাকতে পারেন না। তাই স্রেফ মজার ছলেই তিনি এই মন্তব্য করেছেন।
advertisement
এক সংবাদমাধ্যমের তরফ থেকে বিক্রান্তকে জিজ্ঞাসা করা হয়, সত্যিই কি বিক্রান্ত তাপসীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভয় পেয়েছিলেন? উত্তরে বিক্রান্ত বলেন, "না। এরকম কোনও ব্যাপারই নয়। তাপসী একজন খুব হাসিখুশি মানুষ। ও ৫ মিনিটের বেশি চুপ করে বসে থাকতে পারে না। সব সময়ে হাসতে থাকে। ও একটা সাক্ষাৎকারে মজা করে বলেছে- 'এই ছেলেরা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভয় পায়'। আর ক্লিকবেটের জন্য ওই মন্তব্যটাই তুলে ধরা হয়েছে।"
advertisement
advertisement
বিক্রান্ত আরও বলছেন, "আমায় যদি পরিষ্কার করে বলতে বলা হয়, কেউই ভয় পায়নি। আমরা খুবই পেশাদার। ভদ্রতা ও দয়ালু আচরণ দেখে যদি কেউ সত্যিই ভাবে ভয় পেয়েছি, তাহলে সম্পর্কের আরও অন্যান্য দিকগুলি তাঁকে বুঝতে হবে।"
হাসিন দিলরুবা-তে এছাড়াও অভিনয় করেছেন হর্ষবর্ধণ রাণে। দুই সহ অভিনেতা সম্পর্কে তাপসী এক সংবাদমাধ্যমের কাছে বলেছেন, "ওদের যাতে স্বাচ্ছন্দ্য বোধ হয় আমি সেই চেষ্টা করেছি। কারণ দেখে মনে হচ্ছিল, ওরা খুব ভয় পেয়ে রয়েছে। দুটো ছেলেই খুব ভয় পেয়েছিল। আমি জানি না আকমর ভাবমূর্তি কেমন বা অন্য কোনও সমস্যা আছে কি না। আমি ভিনিলের কাছে গিয়ে এই ব্যাপারে নালিশ করতাম।"
advertisement
প্রসঙ্গত, হাসিন দিলরুবা পরিচালনা করেছেন ভিনিল ম্যাথিউ, লিখেছেন কণিকা ধিলন। গত ২ জুলাই ছবিটি মুক্তি পেয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tapsee Pannu: তাপসীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভয় পেয়েছিলেন বিক্রান্ত? কিন্তু কেন, স্পষ্ট জবাব অভিনেতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement