বিচ ড্রেসে সমুদ্রের জলে নেমে জলকেলি করলেন বিদ্যা বালন, দেখুন ছবি
Last Updated:
বার একেবারে পারফেক্ট ডিপ কাট বিচ ড্রেস পরে নেমে পরলেন নোনা জলে ৷
#মুম্বই: ঘুরতে গেলেন বিদ্যা বালন ৷ আর বালিতে গিয়ে সেই এনজয়মেন্টের ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় ৷
৪০ বছরের অভিনেত্রী বিদ্যা এখন বড় পর্দায় খানিকটা অনিয়মিত ৷ অনেকটা ওয়েটও গেইন করেছেন তিনি ৷ এ নিয়ে বারবারই নেটিজেনদের সমালোচিত হয়েছেন তিনি ৷ বডি শেমিংয়ের শিকারও হতে হয়েছে তাঁকে ৷ এ নিয়ে প্রকাশ্যেই প্রতিবাদ করতেও দেখা গিয়েছিল বিদ্যাকে ৷
তবে সে সময় বিতর্ককে সরিয়ে রেখে এখন মস্তিতে রয়েছেন বিদ্যা ৷ সাধারণত ট্যাডিশনাল শাড়িতেই তাঁকে দেখতে অভ্যস্থ দর্শকরা ৷ তবে এবার একেবারে পারফেক্ট ডিপ কাট বিচ ড্রেস পরে নেমে পরলেন নোনা জলে ৷ চোখে ছিল ওভারসাইড সানগ্লাস ৷ সঙ্গে বিদ্যার মনভোলানো হাসিই ছবির ইউএসপি ৷
advertisement
advertisement
advertisement
Location :
First Published :
June 12, 2019 3:30 PM IST