Home /News /entertainment /
ধর্ষণ নিয়ে 'জোকস' শুনে হেসে লুটিয়ে পড়লেন কঙ্গনা! উঠল বিতর্কের ঝড়!

ধর্ষণ নিয়ে 'জোকস' শুনে হেসে লুটিয়ে পড়লেন কঙ্গনা! উঠল বিতর্কের ঝড়!

Cannes 2018 Kangana Ranaut sets the temperature soaring in an embroidered catsuit

Cannes 2018 Kangana Ranaut sets the temperature soaring in an embroidered catsuit

ধর্ষণ নিয়ে 'জোকস' শুনে হেসে লুটিয়ে পড়লেন কঙ্গনা! উঠল বিতর্কর ঝড়!

 • Share this:

  #মুম্বই: বিতর্ক যেন কঙ্গনার পিছু ছাড়ে না! তিনি যেখানেই থাকুন, যেখানেই যান, বিতর্ক তাঁকে ধাওয়া করে। আবার এমনটাও ঠিক, কিছু কিছু ক্ষেত্রে 'বোল্ড বিউটি' নিজেও বিতর্ককে হাতছানি দেন!

  এবারের স্থান কান চলচ্চিত্র উৎসব! পাত্রী অবশ্যই 'কুইন স্টার'! তিনি কান থেকে ফিরে আসার পর একটি ভিডিও ভাইরাল হয়, এবং সেই ভিডিওর কারণেই সমালোচনার মুখোমুখি হতে হয় কঙ্গনাকে! ভিডিওটি কান-এর আফটার পার্টির! সেখানে ধর্ষণ নিয়ে একটি জোকস বলেন 'পদ্মাবত'স্টার জিব সর্ব আর তা শুনে হাসতে দেখা যায় কঙ্গনা রানাওয়াতকে।

  এরকম একটা সংবেদনশীল ইস্যু নিয়ে জিম কীভাবে মশকরা করলেন? আর কঙ্গনাই বা কী করে সেই জোকস-এর সমর্থন করে হেসে লুটিয়ে পড়লেন? এই নিয়ে ট্রোলড হন জিম আর কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় বিতর্কর ঝড়! যদিও কঙ্গনা বা জিম, দু'জনের কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেনি, বা সোশ্যাল মিডিয়ায় কোনও রিঅ্যাকশন দেনননি।

  First published:

  Tags: Cannes Film Festival, Jim Sarbh, Kangana Ranaut, Rape ‘joke’

  পরবর্তী খবর