মুক্তির আগেই দেখানো নিষিদ্ধ হল ‘বীরে দি ওয়েডিং’
Last Updated:
তবে না, ভয় পাবেন না ৷ এ খবর এ দেশের সিনেপ্রেমীদের জন্য নয় ৷ দেশের সব রাজ্যেই মুক্তি পাবে করিনা, সোনম, স্বরা, শিখা অভিনীত এই ছবি ৷ তবে ‘বীরে...’ নিষিদ্ধ হয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে ৷ আপত্তিকর সংলাপ ও দৃশ্য থাকার জন্য এই ছবি নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে ৷
#মুম্বই: উত্তেজনার পারদ চড়ছিল দিব্যি ৷ হঠাৎই একটি টসকালো বেলুনটা ৷ মুক্তির আগেই দেখানো নিষিদ্ধ হয়ে গেল ‘বীরে দি ওয়েডিং’ ৷
তবে না, ভয় পাবেন না ৷ এ খবর এ দেশের সিনেপ্রেমীদের জন্য নয় ৷ দেশের সব রাজ্যেই মুক্তি পাবে করিনা, সোনম, স্বরা, শিখা অভিনীত এই ছবি ৷ তবে ‘বীরে...’ নিষিদ্ধ হয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে ৷ আপত্তিকর সংলাপ ও দৃশ্য থাকার জন্য এই ছবি নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে ৷
সংবাদ সংস্থা আইএএনএস-কে সেন্সর বোর্ডের চেয়ারম্যান দনয়াল গিলানি জানান, ছবিতে আপত্তিকর সংলাপ থাকার কারণেই এই ছবিকে পাকিস্তানে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন বোর্ডের সদস্যরা ৷
advertisement
advertisement
আগামী ১ জুন মুক্তি পাচ্ছে রিয়া কাপুর ও একতা কাপুর প্রযোজিত ‘বীরে দি ওয়েডিং’ ৷ গার্লস স্কোয়াডের এই ছবিতে নাকি স্বাধীনতার গল্পকেই নতুন আঙ্গিকে দেখানো হয়েছে ৷ ছবিতে নিজের মতো করে বাঁচার মানে শেখাবেন চার দাপুটে নায়িকা ৷
advertisement
The #TareefanReprise by @lisamishra feat. ”The Veeres” is getting a lot of love! Have you tuned in yet? https://t.co/nBl2hCLvnG #2DaysToVDW#KareenaKapoorKhan @sonamakapoor @ReallySwara @ShikhaTalsania @lisamishra @Its_Badshah @qaranmehta @ZeeMusicCompany pic.twitter.com/4jAHPkEvMt
— Veere Di Wedding (@vdwthefilm) May 30, 2018
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2018 11:04 AM IST

