উর্বশী রাউতেলাকে কোহলির ছবি পাঠালেন তাঁর মা! কিন্তু কেন?
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে বেশ কিছু প্রশ্নের উুঁকি দিয়েছে তাঁর ভক্তদের মনে! প্রাক্তন মিস ইন্ডিয়া বুধবার নিজের মায়ের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন৷
#মুম্বই: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে বেশ কিছু প্রশ্নের উুঁকি দিয়েছে তাঁর ভক্তদের মনে! প্রাক্তন মিস ইন্ডিয়া বুধবার নিজের মায়ের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন৷
উর্বশীর মা মীরা নিজের মেয়েকে কোহলির কিশোর বয়সের একটি ছবি শেয়ার করেছেন৷ ছবিতে দেখা যাচ্ছে কোহলি তাঁর মাকে রান্নাঘরের কাজে সাহায্য করছেন৷ উর্বশী এই ছবির ক্যাপশন দিয়েছেন, "বন্ধুরা আপানারা আমাকে সাহায্য করুন৷ আমার মা মীরা রাউতেলা এই মাত্র মেসেজে এই ছবিটি পাঠালো৷ আপনাদের কী মনে হচ্ছে, আমার মা ঠিক কী চাইছে আমার থেকে? মায়ের লুকানো উদ্দেশ্যটাই বা কী? আমার ভয় লাগছে৷" উর্বশীর ফ্যানেরা এরপর লেখেন যে, তাঁর মা কাজকর্মে মেয়ের সাহায্য চাইছেন৷
advertisement
advertisement
advertisement
উর্বশী আগেও সুকৌশলে কোহলির প্রসঙ্গ এনেছেন৷ ২০১৯ বিশ্বকাপ চলাকালীন লন্ডনে গিয়ে কোহলির মোমের মূর্তি জড়িয়েও ছবি শেয়ার করেন তিনি৷ মারকাটারি সুন্দরী উর্বশীর প্রেমে হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থ হাবুডুবু খেয়েছিলেন বলেও শোনা যায়৷ তবে ফ্যানেরা মনে করছেন কোহলির অন্দরমহলের ও পুরনো দিনের ছবি শেয়ার করে উর্বশী বোঝাতে চাইলেন যে, কোহলির সঙ্গেও হয়তো তাঁর বহুদিনের পুরনো সম্পর্ক ছিল৷ আর আজও কোহলি রয়ে গিয়েছেন তাঁর হৃদয়ের অন্তরে৷
advertisement
উর্বশী আপাতত ব্যস্ত রয়েছেন 'ইন্সপেক্টর অবিনাশ'-এর শ্যুটিং নিয়ে৷ এছাড়াও মিশরীয় তারকা মহম্মদ রামজনের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রজেক্টও শুরু করবেন তিনি৷ অন্যদিকে কোহলির ফোকাসে চলতি ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজ৷ যা ইতিমধ্যেই তাঁর টিম ২-১ পিছিয়ে রয়েছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2021 6:59 PM IST