উর্বশী রাউতেলাকে কোহলির ছবি পাঠালেন তাঁর মা! কিন্তু কেন?

Last Updated:

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে বেশ কিছু প্রশ্নের উুঁকি দিয়েছে তাঁর ভক্তদের মনে! প্রাক্তন মিস ইন্ডিয়া বুধবার নিজের মায়ের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন৷

#মুম্বই: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে বেশ কিছু প্রশ্নের উুঁকি দিয়েছে তাঁর ভক্তদের মনে! প্রাক্তন মিস ইন্ডিয়া বুধবার নিজের মায়ের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন৷
উর্বশীর মা মীরা নিজের মেয়েকে কোহলির কিশোর বয়সের একটি ছবি শেয়ার করেছেন৷ ছবিতে দেখা যাচ্ছে কোহলি তাঁর মাকে রান্নাঘরের কাজে সাহায্য করছেন৷ উর্বশী এই ছবির ক্যাপশন দিয়েছেন, "বন্ধুরা আপানারা আমাকে সাহায্য করুন৷ আমার মা মীরা রাউতেলা এই মাত্র মেসেজে এই ছবিটি পাঠালো৷ আপনাদের কী মনে হচ্ছে, আমার মা ঠিক কী চাইছে আমার থেকে? মায়ের লুকানো উদ্দেশ্যটাই বা কী? আমার ভয় লাগছে৷" উর্বশীর ফ্যানেরা এরপর লেখেন যে, তাঁর মা কাজকর্মে মেয়ের সাহায্য চাইছেন৷
advertisement
advertisement
advertisement
উর্বশী আগেও সুকৌশলে কোহলির প্রসঙ্গ এনেছেন৷ ২০১৯ বিশ্বকাপ চলাকালীন লন্ডনে গিয়ে কোহলির মোমের মূর্তি জড়িয়েও ছবি শেয়ার করেন তিনি৷ মারকাটারি সুন্দরী উর্বশীর প্রেমে হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থ হাবুডুবু খেয়েছিলেন বলেও শোনা যায়৷ তবে ফ্যানেরা মনে করছেন কোহলির অন্দরমহলের ও পুরনো দিনের ছবি শেয়ার করে উর্বশী বোঝাতে চাইলেন যে, কোহলির সঙ্গেও হয়তো তাঁর বহুদিনের পুরনো সম্পর্ক ছিল৷ আর আজও কোহলি রয়ে গিয়েছেন তাঁর হৃদয়ের অন্তরে৷
advertisement
উর্বশী আপাতত ব্যস্ত রয়েছেন 'ইন্সপেক্টর অবিনাশ'-এর শ্যুটিং নিয়ে৷  এছাড়াও মিশরীয় তারকা মহম্মদ রামজনের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রজেক্টও শুরু করবেন তিনি৷ অন্যদিকে কোহলির ফোকাসে চলতি ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজ৷ যা ইতিমধ্যেই তাঁর টিম ২-১ পিছিয়ে রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
উর্বশী রাউতেলাকে কোহলির ছবি পাঠালেন তাঁর মা! কিন্তু কেন?
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement