তবে কঙ্গনাও থেমে থাকার পাত্রী নন৷ তিনিও বলেন যে, সানি লিওনিকে যখন সিনেমাপ্রেমী মানুষ সাদরে গ্রহণ করেছেন, তখন উর্মিলাকে সফট পর্নস্টার বলায় এত কেন আপত্তি?
#মুম্বই: উর্মিলা মার্তন্ডকারকে সফট পর্নস্টার বলে কিছুটা ব্যাকফুটে কঙ্গনা রানাওয়াত৷ তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ছেন বলিউডের কইন! উর্মিলার সম্বন্ধে এমন কথা বলা অত্যন্ত অপমানজনক এবং সেটা মানা যায় না, এমনই বলছেন নেটিজেনরা৷ বাকযুদ্ধ শুরু কয়েকদিন আগেই যখন কঙ্গনাকে উর্মিলা বলেন যে বলিউডের সকলে ড্রাগের নেশা করেন না এবং ড্রাগের আখড়া হল কঙ্গনার নিজের রাজ্য হিমাচল প্রদেশেই৷ মূলত মুম্বই নিয়ে মন্তব্য এবং তারই সঙ্গে বলি তারকাদের মাদক সেবন নিয়ে যেভাবে সরব হয়েছেন কঙ্গনা, তার প্রতিবাদ করেন অভিনেত্রী উর্মিলা৷ কঙ্গনার মতের সরাসরি বিরোধিতা করেন তিনি৷
এরপরই কঙ্গনা এক সাক্ষাৎকারে উর্মিলাকে সফট পর্নস্টার বলেন এবং এতেই ক্ষেপে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার বিরুদ্ধে মুখ খোলেন নেটিজেনরা৷ অনেকে বলেন খারাপ কথা বলার থেকে পর্নস্টার হওয়া অনেক সম্মানের৷ আবার কেউ বলেন, সম্মান করলেই সম্মান মেলে, নয়ত নয়৷ অর্থাৎ সকলেই একপ্রকার কঙ্গনার নিন্দে করেন৷
দুই অভিনেত্রীর মধ্যে বিরোধ শুরু হয় যখন 'রঙ্গীলা' অভিনেত্রীর উর্মিলা বলেন, '' কঙ্গনা যখন ড্রাগ সার্কিট নিয়ে এত চিন্তিত, তাহলে লড়াইয়ের শুরুটা তো তাঁর নিজের রাজ্য থেকেই করা উচিত।' তিনি প্রশ্ন তোলেন, '' গোটা দেশ মাদকচক্রের শিকার। কঙ্গনা কি জানেন না, হিমাচলই ড্রাগ ব্যবসার উত্সস্থল?'' এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, '' দেশের মানুষের আয়করের টাকায় যাঁকে Y ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয়েছে, তিনি কেন পুলিশকে মাদকচক্র সম্পর্কে যা-যা জানেন স্পষ্ট করে বলছেন না?''
ঊর্মিলা জানান, মুম্বই এবং বলিউড এই দুই-ই তাঁর ভীষণ কাছের, আর এই দুই সম্পর্কেই বিরূপ মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত। তাঁর ভাষায়, '' মুম্বই সবার। যাঁরাই এই শহরকে ভালোবেসেছেন, শহরকে কিছু না কিছু ফিরিয়ে দিয়েছেন, এই শহর তাঁদের সবার। এই শহরের মেয়ে হওয়ায় আমি কখনও তার অপমান সহ্য করব না। কঙ্গনা যা বলেছেন, তা শুধুমাত্র একটা শহর নয়, গোটা রাজ্যের মানুষকেই অপমান করেছে।'' কঙ্গনার বিরুদ্ধে তিনি তোপ দাগেন, '' একজন সারাক্ষণ চিৎকার করে কিছু বলে যাচ্ছেন মানেই এই নয়, তিনি সত্য বলছেন। কেউ কেউ আছেন, যাঁরা সব বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করতে ভালোবাসেন, নিজেকে অসহায় দেখাতে চান। এই পন্থা যদি কাজে না আসে, তখন নারীত্বের ট্রাম্প কার্ড বের করেন।’
advertisement
Kangana On odd days- I introduced feminism in film industry. Kangana On even days- Urmila Matondkar is known for soft porn
তবে কঙ্গনাও থেমে থাকার পাত্রী নন৷ তিনিও বলেন যে, সানি লিওনিকে যখন সিনেমাপ্রেমী মানুষ সাদরে গ্রহণ করেছেন, তখন উর্মিলাকে সফট পর্নস্টার বলায় এত কেন আপত্তি? এতে তো কোনও ভাবে কারও সম্মানহানী করেননি তিনি৷ পাল্টা প্রতিক্রিয়া কঙ্গনার৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
উর্মিলা 'Soft Porn'-এ অভিনয় করেছেন ! কঙ্গনার বক্তব্যের উচিৎ জবাব নেটিজেনদের...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর